ফটোগ্যালারি

বাঙালি অভিনেত্রী পূজা বোস র ফটোগ্যালারি

বলিউডে সেরকমভাবে তাকে দেখা যায়নি। তবে একাধিক ছোট ছোট সিরিয়ালে বেশ পরিচিত মুখ। পূজা বোস নামে তাঁকে মানুষে চিনলেও আসল নাম পুজা বন্দ্যোপাধ্যায়। কাহানি হামারা মহাভারত কি ধারাবাহিকে রাধার চরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন। এরপর তিনি  তুঝ সে প্রেত লাগায় সজ্‌নায় কুনাল ভার্মার সাথে বৃন্দা চরিত্রে অভিনয় করেন।

তিনি বেশকিছু বাংলা, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে হিরণ চ্যাটার্জির বিপরীতে তার অভিনীত মাচো মাস্তানা ছবি দিয়ে।

তার অভিনীত পরের ছবি ভারতীয় বাংলা ছবির সুপারস্টার দেব-এর সাথে করা চ্যালেঞ্জ ২। শোন যায় এই ছবির শুটিং চলাকালীন তার সাথে দেবের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। তিনিই নাকি আবার দেব ও শুভশ্রীর বিচ্ছেদের কারণ।

বর্তমানে তিনি হইচই একটি ওয়েব সিরিজ করেছেন। ছবির পাশাপাশি তিনি তাঁর সোস্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ।

View this post on Instagram

Shine bright like a diamond

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

View this post on Instagram

I love goa

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

View this post on Instagram

Garba night with Mr & Mrs Khanna

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *