খুবই শীঘ্রই চীনকে টপকে যাবে ভারত।
এ এন নিউজ ডেস্কঃ বর্তমানের ভারতের জনসংখ্যা কত? সঠিক পরিসংখ্যানটা বলতে অনেকেই থতমত খাবে। কারন অনেকেরই অজানা। ২০১৮ সালের বিচারে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৩৫ কোটি। অর্থাৎ পৃথিবীর ১/৬ ভাগ মানুষের বাসস্থান ভারতের এই পুণ্যভূমি। তবে জানেন কি ২০৫০ এর মধ্যে ভারতবর্ষ চিনকে ছাপিয়ে যেতে চলেছে।
আন্তর্জাতিক মহলের মতে ২০৫০ এ ভারতের জনসংখ্যা বেড়ে হতে পারে ২০০ কোটি। তখন আর চিন নয় পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের তকমা পাবে আমাদের এই দেশ।
২০২৭ সালে ভারতের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩৭ কোটি, সেখানে চিনের ১৪৩ কোটি। এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ১.১ শতাংশ। অর্থাৎ প্রতিবছর জনসংখ্যা বাড়ছে ১৩ কোটি করে।
বিশ্বের ২৭ টি দেশে ২০১০ সালের বিচারে জনসংখ্যা কমেছে ১% করে। এর প্রধান কারন নিজের দেশ ত্যাগ এবং প্রজননের হ্রাস।