নতুন ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী মুমতাজ সরকারের ছবি
টলিউড থেকে শুরু করে বলিউড। বিশেষ করে বাংলা চলচ্চিত্র জগতের দিকে যদি ফিরে তাকানো যায় , তাহলে দেখা যাবে যে খুব কম সংখ্যক অভিনেতা বা অভিনেত্রী বর্তমানে বলি ইন্ডাস্ট্রিতে নাম কামিয়েছেন।
বিখ্যাত যাদুকর পি.সি. সরকার জুনিয়রের সর্বকনিষ্ঠ কন্যা মুমতাজ সরকার। বাংলা ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। বাংলাদেশ থেকে পপ শিল্পী মেহরীনের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র ০৩৩ যেটি পরিচালনা করেন বিরশা দাশগুপ্ত। তিনি টলিউডের বড় পর্দায় চলচ্চিত্র নো প্রবলেম ছবিতে অভিনয় করেন,ছবিটি পরিচালনা করেছিলেন সৌমিক সেন। তিনি মেঘে ঢাকা তারা, আশ্চর্য প্রদীপ, ভূতের ভবিষ্যৎ এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন।
এছাড়াও তিনি আরো বেশ অনেক ছবিতে অভিনয় করেছেন। টলিউডের পাশাপাশি বলিউডের সালা খারুসে এও অভিনয় করেছেন। সোস্যাল মিডিয়ায় এই লাস্যময়ী অভিনেত্রী বেশ জনপ্রিয়।