অভিনব ফটোশ্যুট দিদি নম্বর 1 খ্যাত রচনা ব্যানার্জি
এ এন নিউজ ডেস্কঃ বাংলার অন্যতম বিখ্যাত রিয়্যালিটি শো দিদি নম্বর ১। বাংলার মানুষের ঘরে ঘরে এই শো দেখা যায়। বাংলার মহিলাদের অনেক সাহসী এবং প্রশংসিত গল্প শোনা যায় এই শোতে। তবে এই শো এর মূল টি আর পি যে রচনা ব্যানার্জি তা সকলেরই জানা।
১৯৯০ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৯০ সালে মিস কলকাতাও হয়েছিলেন। এরপর “দান প্রতিদান”, “গুরু” “মায়ের আঁচল”, “দাদু নম্বর ১” “গ্যাঁড়াকল”, “পরিবার” এর মতো একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে। শুধু বাংলা নয় তামিল, তেলেগু, কান্নারা এবং প্রচুর ওড়িয়া ছবিও করেছেন তিনি। এবং বিশেষ করে হিন্দি ছবিতে(সূর্যবংশ) অমিতাভ বচ্চনের মতো অভিনেতার বিপরীতেও অভিনয় করেছেন রচনা।
ছবি করলেও বর্তমানে তিনি দিদি নম্বর ১ করে বেশ নাম কামিয়েছেন। নিজের কাজের পাশাপাশি ঘুরতেও ভালোবাসেন তিনি। সময় পেলেই ঘুরতে চলে যান। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ এই তারকা।