দেশ

আপাতত তিনদিন ঘরবন্দি। জনতা কার্ফু শুরু রবিবার থেকে

জিনাত এহমেদঃ করুণা ভাইরাস সোহান চায়নাতে প্রথম দেখা যায়। প্রথমাবস্থায় চীনে দেখাগেছিল যে এটি মানুষের শরীরের জন্য বেশ ক্ষতিকারক।

ফর্টিস হসপিটাল এর ডাক্তার রাজা ধর করুণা ভাইরাসের ওপর বেশ কিছু জানান। করুনা ভাইরাস  বহু বছর আগে দেখা গেছিল।  ডাক্তার ধর বলেছেন যে এইভাইরাসের ধরনটি খুবই সাধারণ,  যদি আপনার জ্বর কাশি বার নিঃশ্বাস নিতে অসুবিধে হয় সেক্ষেত্রে আপনাকে সঠিকসময়ের মধ্যে  ডাক্তার দেখানো উচিত। এই রোগ চীনে প্রথম দেখা যায়। একস্থানের মানুষ অন্যস্থানে যাওয়ার সময় এই ভাইরাস সঙ্গে নিয়ে যায়। যা প্রধানত বিশেষভাবে ক্ষতিকারক।

সেক্ষেত্রে চীনের লোকজনকে সম্পূর্ণ ভাবে ভারতে আসা বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতায় এখনো পর্যন্ত দুটি কেস অর্থাৎ দুজনের শরীরে ভাইরাসের পজেটিভ রিপোর্ট ধরা পড়েছে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য সরকার আমাদের কোরেন্টাইনে এ থাকতে বলেছেন। সোজা কথায় এটির অর্থ হল বাড়িতে থাকা লোকজনের সাথে কম দেখাশোনা করা আর বাড়িতে নিজের পরিবারের সাথে থাকা।

সাধারণ মানুষকে জানানো হয়েছে যে তারা মুখ ঢেকে বাইরে বেরোতে আর প্রত্যেক ঘন্টায় হাত ধুতে। বিশেষ করে যাদের কাশি বা সর্দি হয়েছে তাদের থেকে দূরে সরে থাকতে। এইসব কিছু জিনিস মেনে চললে আপনারা করুণা ভাইরাস থেকে দূরে থাকতে পারবেন। তাই সব জিনিস মাথায় রেখে আমাদের সাবধানে চলা উচিত।

অনেক বড় বড় অফিস ও ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুতাই নয় ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে জনতা কার্ফু। অর্থাৎ আগামি তিনদিন ঘরের মধ্যেই থাকতে। এবং রবিবার সকাল ৭ টা থেকে কার্ফু শুরু এবং বিকেল ৫ টায় সেই কার্ফু ভাঙ্গবে। বিশেষজ্ঞদের মতে এতে বিশেষভাবে কাজ দেবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *