বারাণসীর কৌশল মহোৎসবে 1100 জন যুবকের কর্মসংস্থান নরেন্দ্র মোদীর উদ্যোগে
অরন্যা সরকারঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই 12 ও 13 ফেব্রুয়ারী বারাণসীর বড়া লালপুরে পন্ডিত দীনদয়াল হস্তকলা সংকুলে দু’দিনের স্কিল এগজিবিশনের আয়োজন করা হয়েছিল । এই মহোৎসবের উদ্দেশ্য ছিল রাজ্যের যুবকদের দক্ষতা বিকাশে উৎসাহিত করা এবং তাদের সাথে সংযুক্ত করা, নতুন কর্মসংস্থান সুযোগ দেওয়া। এই কৌশল মেলার প্রথম দিনে প্রায় 4000 যুবকের নাম নথিভুক্ত হয়, যেখানে 1100 যুবককে কর্মসংস্থানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী ডাঃ মহেন্দ্র নাথ পান্ডে। ২০ টি সেক্টর থেকে ৯৯ টি সংস্থা এই নিয়োগ মেলায় অংশ নিয়েছিল।
ভারত সরকার, এমএসডিই, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মহেন্দ্রনাথ পান্ডে বলেছেন, “দেশের এক বিশাল কর্ম সংস্থান রয়েছে। সেটি যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে আগামী কয়েক বছরে ভারতকে একটি অর্থনৈতিক উন্নতি দেশ হয়ে উঠবে। উত্তর প্রদেশের যুবকদের জন্য দক্ষতা বিকাশের বিভিন্ন উদ্যোগ চালু করা হয়েছে। যুব সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।