সান ট্যান দূর করতে হলুদ এবং পেপের স্ক্রাবের ব্যবহার জেনে রাখুন
নিউজ ডেস্কঃ আমরা সবাই জানি যে স্ক্রাবার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।কারন ত্বকের স্ক্রাব করলে তা আমাদের ত্বকের মৃত কোষকে দূর করে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।তাই রূপচর্চা করতে হলে স্ক্রাব করাটা খুবই জুরুরি।আমরা সবাই বাইরের স্ক্রাবার ব্যবহার করি কিন্তু এই বাইরের স্ক্রাবার ব্যবহার না করে যদি ঘরের তৈরি স্ক্রাবার ব্যবহার করি সেটি আমাদের ত্বকের পক্ষে বেশি।কারন এতে কোনো সাইড এফেক্ট নেই এবং এটি আমাদের ত্বকের সৌন্দর্যটা বৃদ্ধি করতেও সাহায্য করে।তাই ঘরেই তৈরি করুন স্ক্রাবার। তাহলে এবার জেনে নিন কিভাবে বানাবেন।
হলুদের স্ক্রাব: হলুদের স্ক্রাবার বানানোর জন্য প্রথমে একটি পাত্রে ১ চামচ চালের গুঁড়ো নিয়ে তাতে ১ চামচ ময়দা, আধ চামচ হলুদ গুঁড়ো এবং কিছুটা ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটিকে মুখে এবং গলায় লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করে ২০ মিনিট রেখে দিন।তারপর জল দিয়ে ধুয়ে নিন।এতে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন- সান ট্যান ইত্যাদি দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
পেঁপের স্ক্রাব: আমরা জানি যে পেঁপে আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারি একটি উপাদান।এটি আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দিয়ে ত্বকে সুন্দর করতে সাহায্য করে।আর এর জন্য বানিয়ে নিন একটি স্ক্রাব এটি ত্বকের সৌন্দর্যটা বৃদ্ধি করতে সাহায্য করবে।এর জন্য প্রথমে কয়েক টুকরো পাকা পেঁপের পেস্ট করে তাতে চিনি ভালো করে মিশিয়ে নিন।তাপর জল দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে ওই মিশনটি মুখে এবং গলায় লাগিয়ে ৩ থেকে ৪ মিনিট হালকা হাতে মাসাজ করে রেখে দিন ১৫ মিনিটের জন্য।তারপর মুখ ধুয়ে নিন। এটি ত্বককে ময়শ্চারাইজ় করবে এবং ত্বককে কোমল করবে।