ত্বকের যত্নে কাঁচা দুধের ব্যবহার যেভাবে করবেন
নিউজ ডেস্ক: আপনারা কি আপনাদের হাত ও পায়ের অতিরিক্ত চামড়া ওঠা সমস্যায় ভুগছেন? এই নিয়ে চিন্তা করার কোন দরকার নেই। কারণ এই সমস্যা থেকে আপনার মুক্তি পেয়ে যেতে পারেন তার জন্য আপনাদের মেনে চলতে হবে কিছু নিয়ম। তাহলে হবে মুশকিল আসান। রইল আপনাদের জন্য এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়।
১) অলিভ অয়েল- অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। কারণ এর মধ্যে থাকে ফ্যাটি এসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করতে সহায়তা করে। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন স্নান করতে যাওয়ার ঠিক আধঘন্টা আগে করে হাতে ও পায়ে ভালো করে অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। এছাড়া আপনারা অলিভ অয়েল এর বদলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন।
২) হাতের চামড়া উঠলে একটি পাত্রে তিল তেল, গ্লিসারিন ও গোলাপজল ইত্যাদির উপকরণগুলো সমান পরিমানের নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি হাতে লাগান। এটি এই সমস্যা থেকে মুক্তি দিতে আপনাদের সাহায্য করবে।
৩) পায়ে চামড়া উঠলে একটি পাত্রে মধু, গ্লিসারিন, লেবুর রস ও অ্যালোভেরা জেল ইত্যাদির উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি রাতে ঘুমোতে যাওয়ার ৩০ মিনিট আগে ভালো করে পায়ে লাগিয়ে নিন। এটি ব্যবহার করলে ভালো উপকার পাবেন আপনারা।
৪) কাঁচা দুধ- আমাদের ত্বকের জন্য উপকারী উপাদানগুলির মধ্যে একটি হলো কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করার পাশাপাশি ত্বককে কোমল রাখতেও সহায়তা করে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য করে।তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে একটু তুলো বা একটা কাপড় নিয়ে সেটিকে দুধে ভিজিয়ে ওই স্থানে রেখে দিন। ১০ থেকে ১৫ মিনিট পর উষ্ণ গরম জল দিয়ে হাত ধুয়ে ফেলুন।