অফবিট

ভগবান শ্রী কৃষ্ণ কেন ননী চুরি করতেন? কি এমন কারন রয়েছে এর পেছনে?

নিউজ ডেস্কঃ কৃষ্ণকে ননী চোর বা মাখন চোর বলা হয়।কারন কৃষ্ণ বাল্য বয়স থেকেই মাখন চুরি করে খেতে ভালোবাস তো।মাখন ছিল কৃষ্ণের একটি প্রিয় খাবার।তাই জন্মাষ্টমীর পুজাতে মাখন লাগেই।এবং এই পুজাতে আরেকটি প্রচলতি রীতি হল  উঁচুতে রাখা ননীর হাঁড়ি ভাঙা।আর এই রীতিটি বিভিন্ন জায়গায় দেখা যায়।আর এই প্রথার প্রচলন হয় কৃষ্ণের  অনুসরণ করে।কারন কৃষ্ণ উঁচুতে উঠে হাঁড়ি থেকে ননী  চুরির করত।আর কৃষ্ণের এই ননী  চুরি করার গল্প আমরা সবাই জানি।কিন্তু বলুন এই ননী চুরির আসল মানে কি? সেটা আপনরা জানেন।না জানলে জেনে নিন।

পুরান অনুযায়ী কৃষ্ণের ননী চুরি করার অর্থ হল কৃষ্ণ সবসময় সাদা বা নির্ভেজাল হৃদয় চুরি করত।আর মাখন বা ননী –র রঙ সাদা বা শুভ্র,।তাই আমাদের হৃদয়ও তেমনই দাগহীন, নির্ভেজাল, স্বচ্ছ্ব হওয়া প্রয়োজন। এবং হৃদয় থেকে রাগ, অহঙ্কার, ঘৃনা, হিংসা, লোভ, অহং ইত্যাদি দূর করা উচিত্।

এছাড়াও আরেকটি পুরান অনুযায়ী কৃষ্ণের ননী চুরি করার অর্থ  বলা হয়েছে  আমাদের মন ননীর থেকেও হালকা হওয়া উচিত্‌। ননী যেমন জলে ভাসে, আমাদের মনও ততটাই হালকা হওয়া উচিত্‌।  তাই  এই বিষয়ে পূরাণে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের মতামত দেওয়া আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *