লাইফস্টাইল

চোখের পলক নিস্তেজ হয়ে পরা লক্ষ করা যায় ৷ চোখ দেখে রোগ নির্ণয় করুন

নিউজ ডেস্কঃ চোখকে বলা হয়ে থাকে  মনের আয়না৷তাই চোখ আমাদেরকে অনেক সময় মনে কথা বুঝিয়ে দিতে পারে।এটা আমরা সবাই জানি।কিন্তু আপনারা কি জানেন যে এই চোখ আমাদের মনের কথা যেভাবে বুঝিয়ে দিতে পারেন ঠিক সেভাবে আমাদের স্বাস্থ্যের কথাও বুঝিয়ে দিতে পারে? হ্যাঁ ঠিকই শুনছেন  চোখই বলে দিতে পারে আপনার স্বাস্থ্য কেমন আছে।তাহলে জেনে নিন কিভাবে বুঝবেন স্বাস্থ্য সম্পর্কে চোখের ভাষা।

আমাদের চোখের কোনো রকম সমস্যা দেখা দিলেই  চিকিৎসকের কাছে যাই পরামর্শ নেওয়ার জন্য৷আর এই চোখই আমাদের বলে দিতে পারে হাজারো সমস্যার কথা৷যেমন-ডায়বেটিস।এই রোগটি হলেও সবার প্রথম লক্ষ্মণ চোখেই ফুটে ওঠে ৷এই জন্য সুস্থ থাকতে নিয়মিত চোখের পরীক্ষা করান৷এবং এই রকম এমন কিছু   লক্ষ্মণ আছে যা আপনার স্বাস্থ্যের কিছু রোগের কথা বলে দিতে পারে৷তাহলে জেনে নিন এই ধরনের লক্ষ্মণগুলি হল-

১) লাল চোখ উচ্চ রক্তচাপের দিকে নির্দেশ করে৷

২) হলুদ চোখ ডায়বেটিসের দিকে নির্দেশ করে৷

৩) আইরিস রিং হাই কোলেস্টলের দিকে নির্দেশ করে৷

৪) অ্যানেমিয়াতে চোখের পলক নিস্তেজ হয়ে পরা লক্ষ করা যায় ৷

৫) যদি কোনও কারণে দুটি চোখ খুব ফুলে যায় তাহলে বুঝবেন যে আপনার থাইরয়েড হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *