মুনি ঋষিদের তপস্যা ভাঙাতে অপ্সরাদের কেন ব্যবহার করা হত?
নিউজ ডেস্কঃ অপ্সরা। শব্দটি শোনা মাত্রই বুঝতে পারছেন যে এই শব্দের সাথে দেবদেবতা বা অসুরদের এক যোগ আছে। তবে একটা কথা না বললেই নয় যে অপ্সরা শব্দ শুনলেই সবার আগে মাথায় আসে সুন্দরীদের কথা। ভেবেই দেখুন না টিভি বা সিরিয়ালের যখন অপ্সরা দের দেখানো হয়েছে তাদের রুপের কতোটা বর্ণনা করা হয়েছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে এই শব্দ কোথা থেকে এসেছে! বা এদের উৎপত্তি কোথা থেকে?
অপ্ বা জল থেকে তাদের উৎপত্তি হয়েছিল বলে তাদের নাম অপ্সরা। যখন কোন মুনি বা ঋষি কঠোর তপস্যাবলে দেবতাদের চেয়েও ক্ষমতাশালী হয়ে ওঠার চেষ্টা করে থাকতেন তখন দেবতারা সেইসময় মুনি – ঋষিদের তপস্যা ভাঙার জন্য একাধিক প্রয়াস চালাতেন। আর সেই কারনে তাদের কঠোর তপস্যা ভাঙ্গাতে অপ্সরাদের পাঠিয়ে দিতেন।
অপ্সরাদের সৌন্দর্য ও যৌন আবেদনের কথাই সব সময়ে বিশেষভাবে উল্লেখ পাওয়া যায় একাধিক জায়গায়। অপ্সরারা নিজেদের দেহের পরিবর্তন করতে পারতেন বলে মত একাধিক বিশেষজ্ঞদের। অপ্সরাদের মধ্যে বেশ কিছু নারীদের নাম উল্লেখ্য, তারা হলেন উর্বশী,মেনকা,রম্ভা,তিলোত্তমা,ঘৃতাচী।