চুল ভাল করতে দারুন কাজ করে। চাল ধোঁয়া জলের উপকারিতা
নিউজ ডেস্কঃ চাল ধোয়া জল স্বাস্থ্য থেকে শুরু করে ত্বক, চুল ইত্যাদি এর জন্য কতটা উপকারি সেটা হয়ত অনেকেই জানে না।আমরা চাল ধোয়ার পর সেই সেই জল ফেলে দিয়ে থাকি কারন এই জলের উপকারিতা সম্পর্কে অনেকেই জানে না।আর তাই না জানার ফলে এই জলে উপকারিতা থেকে বঞ্চিত হয় আমাদের স্বাস্থ্য থেকে শুরু করে ত্বক, চুলও।তাই এই জলের উপকারিতা জেনে নিন যে এই চাল ধোয়া জল আমাদের শরীরের পক্ষে কতটা উপকারি।তাই আর এই চাল ধোয়া জল ফেলে না দিয়ে সেটিকে কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে রোজ তা ব্যবহার করুন।আর এর থেকে উপকার পান।তাহলে এবার জেনে নিন এই জলের উপকারিতাগুলি।
১. চুলের পক্ষে চাল ধোয়া জল খুবই উপকারি। তাই শ্যাম্পু করার পর চুলে চাল ধোয়া জল কন্ডিশনারের মতো কয়েক মিনিট লাগিয়ে রেখে দিন।তারপর ধুয়ে ফেলুন।এতে চালের প্রোটিন চুল ভাল করবে।২. ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে মুক্তি পেতে হলে এই জল দিয়ে দিনে অন্তত দু’বার ১৫ মিনিট করে স্নান করুন।এতে উপকার পাবেন।৩. চাল ধোয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি কারন এই জলে থাকে আট রকমের অ্যামিনো অ্যাসিড রয়েছে। তাই চাল ধোয়া জল খেতেও পারেন।৪. ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই জলে তুলো ভিজিয়ে নিয়ে সেটিকে ব্রণের উপরে লাগিয়ে রেখে দিন।এতে উপকার পাবেন।৫.ত্বক সতেজ করতে চাল ধোয়া জল খুবই কার্যকরী। তাই যখন বাইরে থেকে বাড়িতে আসেন তখন ফ্রিজে রাখা ঠাণ্ডা চাল ধোয়া জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। এটি ত্বককে সতেজ করতে সাহায্য করবে।