কচ্ছপের মতো বিলুপ্ত প্রায় তিনটি সাদা প্রাণীর নাম জানেন?
সাদা রঙ আমরা সবাই পছন্দ করে।তাই আমরা যেসব প্রাণীদের দেখে ভয় পায় তাদের গায়ের রঙ সাদা হলে তাদেরকে দেখতে খুবই সুন্দর লাগে। তবে এই সাদা হওয়ার কারনে এই প্রাণীগুলিকে অনেক সমস্যারই সম্মুখিন হতে হয়।তাই এদেরকে বিরল প্রাজাতির মধ্যে ধরা হয়ে থাকে।
White Zebra: সাদা জেব্রা বিরল প্রাণীদের মধ্যে একটি। আনুমানিক এদের সংখ্যা পৃথিবীতে ২ টি।জেব্রারা তো সাদার উপর কালো ডোরা কাটা দাগ দেখা যায়।এই জেব্রাগুলি পুরো সাদা তবে কালো দাগগুলি অস্পষ্ট যা দূর থেকে মনে হয় যে পুরটায় সাদা।এর কারন হিসাবে জানা গিয়েছে যে এই জেব্রাগুলির শরীরে একটি কোষ থাকে তাই এই রকম হয়।
White Turtle: কচ্ছপ তো আমরা সবাই দেখেছি। তবে এখন যে কচ্ছপের কথা বলবো তা অন্য সব কচ্ছপের থেকে আলাদা।এই কচ্ছপ সাদা হয়ে থাকে।তবে এদের মধ্যে ২ টি ভাগ রয়েছে।একটি হল পুরোপুরি সাদা এবং অন্যটি হল সাদা তবে সেলটি কালো রঙের হয়ে থাকে।এই কচ্ছপগুলো বেশিদিন সমুদ্রে থাকতে পারে না।এরা একুরিয়ামে নিরাপদ থাকে।এরা বিরল প্রজাতি তাই এদেরকে চিড়িয়াখানায় বা একুরিয়ামে দেখতে পাওয়া যায়।
White Blue Whale: অস্ট্রেলিয়ার সমুদ্রে পাওয়া এই তিমিটির ছিল পুরো সাদা রঙের।এই সাদা হওয়ার কারনে এটিকে ৫০০ মিটার দূর থেকেও দেখতে পারা যাবে।আমরা নীল তিমি সম্পর্কে তো জানি তবে ১৯৯০ সালে সর্বপ্রথম সাদা তিমি আস্ট্রেলিয়ার একটি সমুদ্রে দেখতে পাওয়া যায়।যা একদম বিরল।