চোখের নিচে কালি পড়ার প্রধান কারন গুলি জানা আছে?
নিউজ ডেস্ক: চোখের নিচে কালি পড়েছে? বুঝতে পারছেন না যে কিভাবে এর থেকে মুক্তি পাবেন।এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে সবার আগে জানুন যে এর পিছনে কারন।তাহলে দেখবেন এই সমস্যার অনেকটা কমে গেছে। চোখের নিচে কালি পড়ার কারণগুলি হল –
১।আমাদের চোখের নিচের ও আশপাশের ত্বক খুবই স্পর্শকাতর হয়। এবং চোখের নিচে অনেক ছোট ছোট রক্তনালি থাকে। যা বিভিন্ন কারনে ধীরে ধীরে বড় এবং ফুলে যেতে পারে।যার ফলে আমাদের চোখের নিচের ত্বক কালো হয়ে যায়।
২।শরীরে জল অভাবের কারনেও চোখের নিচে কালি পড়ে যায়।কারন শরীর জলের অভাবে ত্বক শুষ্ক যায়। যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়।
৩।দীর্ঘক্ষণ ধরে কম্পিউটার বা টিভি দেখলে চোখের তলায় কালি পড়তে পারে।
৪।দীর্ঘদিন ধরে যদি অসুস্থতায় ভুগলে চোখের তলায় কালি পারে যায়। এছাড়াও মানসিক চাপ, অ্যালার্জি, ঠাণ্ডা বা সর্দি ইত্যাদি কারণেও এই সমস্যা দেখা দিতে পারে।
৫। চোখের নিচে কালি পড়ার একটি অন্যতম কারন হল রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা।
৬।ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনেও চোখের তলায় কালী পড়তে পারে।
৭।অনেক সময় বংশগত কারণের জন্যও চোখের তলায় কালি পারে।
৮।পাকস্থলি, লিভারের সমস্যা কারনেও এই সমস্যা দেখা দিতে পারে।
নারীদের গর্ভাবস্থার সময় অথবা ঋতুচক্রের সময়ও চোখের তলায় কালি পরে।
৯। নারীদের গর্ভাবস্থার সময় অথবা ঋতুচক্রের সময়ও চোখের তলায় কালি পরে।
১০। চোখের নিচে অনেক সময় ফ্লুইড জমা হয়, যার ফলে চোখের নিচটা ফুলে যায়।যা চোখের তলায় কালি পড়ার একটি অন্যতম কারন।
১১। ঘুমের ঘাটতি কারনে চোখের নিচে কালি পড়তে পারে। এছাড়াও ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন, অ্যালকোহল এবং সূর্যরশ্মির প্রভাব ইত্যাদি কারণেও চোখের তলায় কালি পরে।