সবথেকে বড় নীল তিমি পৃথিবীর কোথায় রয়েছে??
নিউজ ডেস্ক – বরাবরই অজানাকে জানার একটা একাগ্রতা দেখা যায় অধিকাংশ মানুষের মধ্যে। সেক্ষেত্রে পৃথিবীতে যেগুলো এক এবং অদ্বিতীয় তার প্রতি মানুষের আকর্ষন বরাবরই তীব্র। সে পৃথিবীর সর্ব শেষ রাস্তা হোক কিংবা সর্বোচ্চ ভৌতিক স্থান সব অজানা রহস্য ভেদ করে থাকে একমাত্র মানুষ। এমতাবস্তায় এবার প্রশ্ন উঠছে পৃথিবীর সবথেকে বৃহত্তম প্রাণীর নাম কি। এই তালিকায় প্রতিযোগি রয়েছে বহু। তাদের মধ্যেও সর্বোচ্চ বৃহত্তম স্থানটি যে দখল করেছে তারা হলো দুজন। অ্যাকেস ত লোজ প্রাণীদের মধ্যে সবচেয়ে বৃহৎ হাতি এবং জলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে বৃহৎ হল আন্টার্টিকা মহাদেশের নীল তিমি। এই প্রজাতির তিমির দৈর্ঘ্য প্রায় ৯৮ ফুট এবং ওজন প্রায় ১০০-২০০ টন। বৈজ্ঞানিকদের বিশ্লেষণ মতে তিনি যখন প্রসব করে তার বাচ্চার ওজন হয় ৩ টন এবং দৈর্ঘ্য হয় প্রায় ২৩ ফুট।
নীল তিমি প্রসঙ্গে একটু বিশদে গেলে জানা যায় এরা প্রধান খাদ্য হিসাবে ক্রিল নামক ছোট চিংড়ি খেয়ে থাকে। স্বাভাবিকভাবেই দেহাকৃতি বড় হওয়ার কারণে এদের ভিদেও প্রচুর পায় তাই এরা দিনে প্রায় ৪-৮ টন ছোট চিংড়ি অর্থাৎ ক্রিল খেয়ে থাকে। এদের গড় আয়ু হয় ৮০-৯০ বছর।
তবে সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে বর্তমানে আন্টার্টিকার এই নীল তিমির প্রজাতি বিলুপ্তির মুখে। গত শতাব্দীতে এর সংখ্যা লাখের উপরে থাকলেও বর্তমানে তিন হাজারের কমে চলে এসেছে। তবে অনেকের তিমিকে মাছের মধ্যে ধরে কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ বৈজ্ঞানিক মতে মাছেদের রক্ত হয় শীতল। কিন্তু এখানে তিমির রক্ত উষ্ণ প্রকৃতির। আবার মাছেরা ডিম পারে কিন্তু তিমি বাচ্চা প্রসব করে। এমনকি বাচ্চারা মায়ের দুগ্ধ পান করে। সে ক্ষেত্রে বেশ কয়েকটি শারীরিক পার্থক্যের জন্য তিমিকে মাছ হিসেবে ধরা যায় না।