অফবিট

পোস্ট মর্টেমকে রিপোর্টকে ময়না তদন্ত বলার পেছনে কি কারন রয়েছে?

নিউজ ডেস্ক: আমরা সবাই জানি যে কোন মৃত্যুর পিছনে কারন কে জানার জন্য পোস্ট মর্টেম করা হয়ে। অর্থাৎ সত্যের উদঘাটন করার জন্য।এই  পোস্ট মর্টেমকে বাংলা ভাষায় বলা ময়না তদন্ত। কিন্তু, কখনো কি আপনাদের মনে হয়েছে যে কেন এইরকম নাম দেওয়া হয়েছে পোস্ট মর্টেমকে? এর পেছনে কি কি কারণ রয়েছে? আর কেনই বা একটি পাখির নামের সাথে মিলিয়ে এইরকম নামকরন রাখা হয়েছে? 

ময়না পাখি যার মধ্যে রয়েছে অনেক রকমের চারিত্রিক বৈশিষ্ট্য। এর মধ্যে একটি হলো যে প্রায় তিন থেকে তেরো রকমভাবে ডাকতে পারা ক্ষমতা।এবং দেখতে অনেকটা মিশমিশে কালো ও তার ঠোঁট খানি হলুদ বর্নের। ময়না পাখির রং এতটাই কালো যে তাকে অন্ধকার মধ্যে খালি চোখে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। কারন অন্ধকারের মধ্যে এরা নিজের কালো বর্নকে লুকিয়ে রাখে। তাই এই পাখির ডাক শুনে বুঝতে পারা যায় যে সেটি ময়না পাখি। অন্ধকারে মধ্যে থাকা ময়নার কন্ঠস্বর শুনে যেমন ময়নাকে আবিষ্কার করা হয়, ঠিক তেমনই অন্ধকারে মধ্যে থাকা অজানা কারনকে সামান্য সূত্র দিয়েই আবিষ্কার করা হয় এই পোস্ট মর্টেমের মাধ্যমে। এর ফলে খুঁজে পাওয়া যায় অনেক বড় বড় রহস্যের সমাধান। এতে মৃত্যুর আসল কারণ খুঁজে পাওয়ার পাশাপাশি ধরা পড়ে প্রকৃত অপরাধী। ময়না পাখির এই চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য রেখে পোস্ট মর্টেমের বাংলা নামকরন করা হয়েছিল – ময়না তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *