সকালবেলায় মিষ্টি লস্যি বা দুধ চা খেতে নিষেধ করার পেছনে যে কারন রয়েছে
নিউজ ডেস্কঃ প্রচুর মানুষ অম্বলের মতো সমস্যায় ভোগে আর এই সমস্যায় ভোগার কারণগুলি মধ্যে সবার উপরে থাকে আমাদের খাদ্যাভাস।বিশেষ করে সকালবেলার খাদ্যাভাস।কারন সকালবেলায় অনেকের চা না খেলে যেন দিনটায় শুরু হয় না তাই তাদের সকালবেলায় উঠেই চা খাওয়াটা চাই ই চাই।কিন্তু এটি খাওয়া যে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক তা যেন মাথাতেই থাকে।যার ফলে কিন্তু এই অম্বলের মতো সমস্যা দেখা দেয়। আর এই সমস্যার দিকে সচতন না হলে এর থেকে সৃষ্টি হয় বড় রোগ।তাই নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হন।আর মেনে চলুন সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে কোন খাবার খাবেন না।
১)দুধ চা- সকালবেলায় দুধ চা খাওয়া একদমই উচিত নয়। কারন এতে আপনাদের অম্বলের সমস্যা দেখা দেবে।
২) মিষ্টি লস্যি- সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে মিষ্টি লস্যি খাওয়া আমাদের শরীরে পক্ষে ক্ষতিকারক।তাই সকাল বেলায় মিষ্টি লস্যি খাবেন না।এছাড়াও যেসব খাবার সকাল বেলায় খালি পেটে খাওয়া উচিত নয় সেগুলি হল ফ্লেভারড মিল্ক, কমলালেবুর জুস, মোষের দুধ, বানানা মিল্কশেক এবং স্মুদিস ইত্যাদি খাবার।এইগুলি খেলে অম্বলের সমস্যা বেড়ে যায়।যার থেকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।তাই এইসব খাবার খাওয়া থেকে নিজেদেকে বিরত রাখুন।আর নিজেদের সুস্থ রাখতে চাইলে এইসব খাবার খাওয়ার পরিবর্তে এক কাপ গ্রিন টি, ব্ল্যাক টি, বা হানি টি খান।এবং সবথেকে ভালো ফল পাবেন যদি সকালবেলায় খালি পেটে এক গ্লাস জল খান।