অফবিট

ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কেন হয়েছিল?

নিউজ ডেস্কঃ শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার। সেই জন্যই শ্রীকৃষ্ণকে আমরা ভগবান রুপেই পুজা অর্চনা করে থাকি।তাই ভগবানেই কোন মৃত্যু নেই বলেই জানি।তারা বিলিন হয়ে যায় এবং যখন যখন ধর্মের বিলুপ্তি ঘটে তখন তখন ভগবান নানা অবতারে এসে ধর্মকে রক্ষা করে।তাই অনেকে মনে করে যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়নি আবার অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল এবং জরা নামের এক ব্যাধের হাতে।আপনাদের হয় তো মনে হতে পারে কে এই জরা আর কেনই বা তিনি কৃষ্ণকে হত্যা করেছিলেন?। তাহলে জেনে নিন যে শ্রীকৃষ্ণের কিভাবে মৃত্যু ঘটেছিল এবং এই জরা বাস্তবে কে ছিলেন যার দ্বারা শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন।  

যাদববংশের ধ্বংসের পরে একদিন শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে একটি গাছের নিচে গিয়ে বসে।তখন জরা নামের এক ব্যাধ শিকার করতে জঙ্গলে এসেছিলেন।তখন শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরন দেখে হরিন মনে করে তির নিক্ষেপ করে যার হলে শ্রীকৃষ্ণের নিহত হয়েছিলেন।তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রাথনা করেন।তখন শ্রীকৃষ্ণ বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলে জন্য তিনি জরার হাতে নিহত হন।কারন জরা পূর্ব জন্মে বানররাজ বালি ছিলেন আর তখন তিনি শ্রীরাম ছিলেন।যখন সুগ্রীব কিষ্কিন্ধায় গিয়ে বালীর সাথে যুদ্ধে আহ্বান করেন তখন যুদ্ধ চলাকালে রাম আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বালীকে হত্যা করবেন এমন প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু উভয়ের দৈহিক আকৃতি একই রকম মনে হওয়ায় জন্যে রাম বাণ নিক্ষেপ করতে পারলেন না। পরেরদিন আবার সুগ্রীব ও বালীর সাথে যুদ্ধ হয়।কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্যে  রাম সুগ্রীবের গলায় গজপুষ্পীলতা বেঁধে দেন তারপর যুদ্ধক্ষেত্রে পাঠান।এরপর যখন বালী-সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম গজপুষ্পীলতা’র চিহ্ন দেখে সুগ্রীবকে চিহ্নিত করেন এবং  রাম আড়াল থেকে বালীর প্রতি বাণ নিক্ষেপ করে তাঁকে হত্যা করেন।এই জন্যই পরের জন্যে জরা হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *