স্মার্ট ফোনে বিস্ফোরণ হওয়ার পেছনে কি কারন রয়েছে?
নিউজ ডেস্কঃ স্মার্ট ফোন নিয়ে সমস্যার শেষ নেই। তবে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় চার্জের কারনে। তবে চার্জের জন্য প্রচুর মানুষকে একাধিক সময় আলাদাভাবে অর্থ খরচ করতে হয়। তবে চার্জ করা যায় এমন যে কোন বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রই বিষ্ফারিত হতে পারে। কেন?
বিদ্যুত যখন ব্যাটারিকে চার্জ করে তখন হয় রাসায়নিক নয়ত’ উত্তাপের কারণে গ্যাস বা বাষ্পের সৃষ্টি হয়। যতক্ষণ তা ব্যাটারির সহ্য ক্ষমতার মধ্যে থাকছে ততক্ষণ কিছুই হয় না। তার পর হয় ব্যাটারি পুড়ে বা গলে যায়, নয়ত’ তাতে বিষ্ফোরণ ঘটে। তাই, কেবল স্মার্ট ফোন নয়, সাধারণ সেলফোন, দাড়ি কামানোর শেভার, ড্রোন, স্কুটার এমনকি চার চাকার গাড়িতে পর্যন্ত বিষ্ফোরণ হয়। এই জন্য উপযুক্ত মানের ব্যটারি ব্যবহার করা অত্যন্ত জরুরী। বর্তমানে লিথিয়াম ব্যাটারিতে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রচুর মানুষকে।