চুল পড়া কমাতে সাহায্য করে। থানকুনি পাতার অসাধারন ১২ টি কার্যকারিতা
নিউজ ডেস্কঃ কোনও একজন ডাক্তার বলেছিলেন যে, “যে দেশে থানকুনি পাতা থাকে, সেই দেশের মানুষের পেটের রোগ হয় কি করে? সত্যি কোনোদিন ভেবে দেখেছেন যে, একথা বলার কারন কি? আসলে থানকুনি এমনই এক পাতা যা পেটের একাধিক রোগ সারাতে সক্ষম।
১) থানকুনি পাতার রস খেলে জ্বর কমে যায়।
২) প্রতিদিন সকালে ৪/৫ টি করে থানকুনি পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।
৩) থানকুনি পাতার রসের সাথে চিনি মিশিয়ে খেলে আমাশা ভালো হয়ে যায়।
৪) চুল পড়ার সমস্যা থাকলে সকালে দুধের সাথে থানকুনি পাতার রস মিশিয়ে খান। চুল পড়া কমবে।
৫) সকালে থানকুনি পাতার রস খেলে লিভারের সমস্যা দূর হয়।
৬) শুকনো কাশি হলে থানকুনি পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে তা ভালো হয়ে যায়।
৭) প্রতিদিন ৩/৪ টি থানকুনি পাতা খেলে ত্বক সতেজ ও লাবন্যময় হয়ে ওঠে।
৮) প্রতিদিন একচামচ থানকুনি পাতার রস খেলে রক্তাল্পতা দূর হয়।
৯) পেটে ব্যাথা হলে গরম ভাতের সাথে থানকুনি পাতা বাটা খেলে তা ভালো হয়ে যায়।
১০) মুখে ঘা হলে থানকুনি পাতার সেদ্ধ জল দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়।
১১) নিয়মিত সকালে ৪/৫ টি থানকুনি পাতা ও ১ চামচ মধু খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
১২) কোথায় আঘাত লাগলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাত প্রাপ্ত স্থানে প্রলেপ দিয়ে উপকার পাওয়া যায়।