লাইফস্টাইল

স্ট্রেচ মার্ক এর সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য। আলুর রসের অসাধারন কিছু উপকারিতা

নিউজ ডেস্কঃ অনেক সময় বিভিন্ন কারনে যেমন- প্রেগন্যান্সির পর অনেক সময় এই স্ট্রেচ মার্ক পেটের আনাচে কানাচে দেখা দেয়,  বয়:সন্ধি কিংবা কারোর যদি ওজন খুব বেশি বৃদ্ধি পেলে ইত্যাদি কারনে স্ট্রেচ মার্ক দেখা যায়৷যা সৌন্দর্যকে হ্রাস করে।তাই সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়াটা খুবই জরুরী।কিন্তু কিভাবে?এটাই তো ভাবছে।আর বেশি ভাবার দরকার নেই এই কাজটি আপনারা অনায়শে ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে করতে পারবেন।তাহলে জেনে নিন কিভাবে করবেন।

১)যে সমস্ত জায়গায় স্ট্রেচ মার্ক থাকে সেখানে আলুর রস লাগান৷এতে দূর হয়ে যাবে এই সমস্যা। এছাড়াও স্ট্রেচ মার্ক এর থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করবে৷

২) স্ট্রেচ মার্ক এর সমস্যা থেকে মুক্তি পেটে ভিটামিন ই তেল ব্যবহার করুন৷ এটি খুবই কার্যকর৷

৩) স্ট্রেচ মার্ক থেকে মুক্তি দিতে সাহায্য করে  অ্যাপ্রিকট৷তাই যে সমস্ত জায়গায় স্ট্রেচ মার্ক থাকে সেখানে  অ্যাপ্রিকট ব্যবহার করুন। কারন এতে থাকে  ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ৷ যা শরীর থেকে টক্সিন মুক্ত করে৷এছাড়াও শরীরে যেখানে স্ট্রেচ মার্ক দূর করতেও সাহায্য করে।

৪) চিনিটে উপস্থিত গ্লাইকোলিক অ্যাসিড উপাদান যা শরীরের মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে৷তাই  চিনি গলিয়ে স্ট্রেচ মার্কের উপরে স্ক্রাব করুন৷এর ফলে স্ট্রেচ মার্ক দূর হওয়ার পাশাপাশি স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে৷

৫) শিয়া বাটার স্কিনে বিভিন্ন ধরনের দাগ দূর করতে সাহায্য করে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে শিয়া বাটার ব্যবহার করুন।

৬) ডিমের সাদা অংশটিতে থাকে ভিটামিন এ উপাদান৷তাই  শরীর থেকে স্ট্রেচ মার্ক এর থেকে মুক্তি পেতে ডিমের সাদা অংশটি ব্যবহার করুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *