চামড়া ফাটার সমস্যা সম্মুখীন হতে হয়। এসিতে থাকলে যে ধরনের সমস্যার সম্মুখীন হবেন
নিউজ ডেস্কঃ গরমকালে বাড়ি থেকে অফিস এমনকি আজকাল গাড়ি কেউ এসি থাকে তাই সব জায়গাতেই এসির ব্যবহার বেড়ে যায়। গরমকালে এসির হাওয়া মানুষকে যেন একটা তৃপ্তি প্রদান করে থাকে। কিন্তু এই তৃপ্তি যে মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটা অনেকেই জানেনা। তাই জেনে নিন এসি আমাদের শরীরের কতটা ক্ষতি করছে?
বেশিক্ষন এসিতে থাকলে ত্বক শুষ্ক হয়ে যায় এর থেকে চামড়া ফাটার সমস্যা সম্মুখীন হতে হয়।
এসি মধ্যে বয়স্ক লোক থাকলে তাদের শ্বাসের সমস্যার সম্মুখীন হতে পারে।
শ্বাস যন্ত্রের বিভিন্ন ধরনের সংক্রমণ বাড়িয়ে দিতে পারে এয়ারকন্ডিশন।
ফুসফুসের সমস্যার সম্মুখীন হতে হয়।
চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এয়ারকন্ডিশন ব্যবহারের ফলে।
যাদের হার্টের বা থাইরয়েডের সমস্যা আছে তাদের এসির মধ্যে থাকা উচিত নয়। তারা এসি মধ্যে থাকলে তাদের শরীরের নানান সমস্যা দেখা দিতে পারে।