মাকড়সা দূর করতে তামাকজাতীয় জিনিস যেভাবে ব্যবহার করবেন
বাড়িতে মাকড়সার উৎপাত কি করে তাড়াবেন বুঝতে পারছেন না? তবে এই নিয়ে আর চিন্তা করার কোন দরকার নেই। কিছু টিপস মেনে চলুন আর তাড়ান মাকড়সা। তাহলে জেনে নিন এই টিপস গুলো-
মাকড়সা তাড়ানোর জন্য একটি পাত্রে 1 কাপ ভিনেগার এবং এক কাপ জল মিশিয়ে নিন। তারপর ওই জল একটি স্প্রে বোতলে ভরে যেখানে মাকড়সা উপদ্রব সেখানে স্প্রে করুন। এতে চলে যাবে মাকড়সা।
মাকড়শা তাড়াতে পিপারমেন্ট অয়েল ব্যবহার করুন। এতে চলে যাবে মাকড়সা।
মাকড়সা দূর করতে অ্যাপেল সাইডার ভিনিগার ও কার্যকরী। এতে মাকড়সার সাথে সাথে অন্যান্য পোকামাকড় ও চলে যাবে।
আপনাদের ঘর সব সময় পরিষ্কার রাখুন।
মাকড়সা দূর করতে হলে টক জাতীয় ফলের খোসা ঘরের কোণে রেখে দিন এর গন্ধে পালিয়ে যাবে।
কোন পোকা মাকড়েরা তামাকজাতীয় গন্ধ সহ্য করতে পারে না।