পৃথিবীর যে দেশ শয়তানের পূজা করে
নিউজ ডেস্ক: পৃথিবীর মধ্যে সবথেকে বড় যিশুখ্রিস্টের মূর্তি কোন দেশে রয়েছে জানেন? দক্ষিণ আমেরিকার মধ্যভাগে অবস্থিত বলিভিয়া দেশ যার রাজধানী হল সুক্রে। তবে দেশটির প্রশাসনিক রাজধানী ও প্রধান কর্মস্থল হলো লা পাজ। বিশ্বের উচ্চতম রাজধানী হল এই লা পাজ যার উচ্চতা 3,600 মিটার। এই দেশের এক তৃতীয়াংশ এলাকাজুড়ে আন্দিজ পর্বতমালা অবস্থিত। এই দেশের মোট ক্ষেত্রফল
বলিভিয়া দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো
1. বলিভিয়া বিশ্ব একমাত্র দেশ যেখানে সব থেকে বেশি লবণ উৎপাদন হয়। এই দেশে এমন কিছু জায়গা অত্যাধিক পরিমাণে লবণ পাওয়ার জন্য একে একে সল্ট ডেসার্ট ও বলা হয়
2. বলিভিয়া এমন কিছু হোটেল রয়েছে যেখানে খাট থেকে শুরু চেয়ার ও লবন দিয়ে তৈরি। যেখানে বহু সংখ্যক টুরিস্ট প্রতিবছর ঘুরতে আসে।
3. বলিভিয়া মোট দুটি রাজধানী রয়েছে। এই দেশের সাংবিধানিক রাজধানী ও বিচার বিষয়ক রাজধানী হল সুক্রে এবং প্রশাসনিক রাজধানী হল লা পাজ।
4. পৃথিবীর মধ্যে সবথেকে বড় যিশুখ্রিস্টের মূর্তি বলিভিয়া দেশে রয়েছে। যেটি মোটামুটি ১১২ ফুট এর থেকেও বেশি উচ্চ।
5. বলিভিয়ার রাস্তায় মৃত জীবজন্তুর মাংস বিক্রি করা হয়।
6. এই দেশে সব থেকে বেশি শুয়োরের মাংস খাওয়া হয়।
7. বলিভিয়া রাস্তাগুলোকে পৃথিবীর সবথেকে বেশি ভয়ানক রাস্তা গুলোর মধ্যে একটি মনে করা হয়।
8. বলিভিয়া দেশে পৃথিবীর সবথেকে বড় প্রজাপতি কৃত্তিম উপায়ে প্রজাপতির সংরক্ষণের ঘর বানানো রয়েছে।
9. বলিভিয়ার অনেক মানুষ শয়তানের পূজা করে এবং বলি চড়ায়।
10. বলিভিয়া দেশের জেলে থাকা কয়েদিদের জেলে থাকার ভাড়া দিতে হয়। এমনকি এখানকার কয়েদিরা চাইলে নিজেদের পরিবারের সঙ্গেও থাকার অনুমতি রয়েছে।
11. এই দেশের মেয়েদের উচ্চতা অন্য সকল দেশ থেকে অনেক কম হয়ে থাকে। এখানকার মহিলাদের গড় উচ্চতা প্রায় 4 ফুট এর মত হয়।
12. এই দেশটির এক মজাদার জিনিস হল এই দেশে টিংকু নামক এক খেলা হয়। যে খেলাটিতে অংশগ্রহণকারী লোকেরা এক থেকে দুই দিন ধরে নিজেদের মধ্যে মারপিট করতে থাকে।