লাইফস্টাইল

চুল রঙ করতে মেহেন্দি, অ্যালোভেরা যেভাবে ব্যবহার করবেন

নিউজ ডেস্কঃ বর্তমান দিনে বয়সের জন্য নয় যেকোনো বয়সে চুলপাকা সমস্যার সম্মুখীন হন অনেকেই জ্যাকি অস্বস্তিকর জিনিস। চুল পেকে যাওয়া তো মানুষের কাছে একটি হয়রানি বিষয় তবে এর থেকে ও হয়রানি বিষয় হলো কি করে সাদা চুল কালো করা যাবে। কারণ চুল কালো করার জন্য বাইরের প্রোডাক্ট ব্যবহার করা হয়। আর এতে চুলের ভালো করার বদলে চুলের ক্ষতি করে দেয়। কোন বাইরের প্রোডাক্টের রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমাদের চুলের পক্ষে ক্ষতিকর। এটা আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় যেমন খুশকি, ফুসকুড়ি ইত্যাদি। বাইরের প্রোডাক্ট ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখা দরকার। তাই যেমন পাইরে প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয় ঠিক তেমনি চুলকে কালো করার দরকার। তাই এই দু’টি কাজ যাতে আপনারা একসাথে পড়তে পারেন তার জন্য একটি উপায় আছে সেটি হলো ঘরোয়া তৈরি হেয়ার ডাই। যা আপনার চুলের পক্ষে ভালো। এতে আপনার বাইরের প্রোডাক্ট ব্যবহার করতে হলোনা আর চুল কালো হয়ে গেল। তাহলে চেনেন কিভাবে বানাবেন হেয়ার ডাই।

চুল কালো করার জন্য-প্রথমে চা পাতা জলে ফুটিয়ে নিয়ে তার থেকে কড়া করে লিখার বের করে নিন। তারপর জলটিকে ঠান্ডা করে 40 মিনিটের জন্য আপনারা চুলের মধ্যে রেখে দিন। 40 মিনিট হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম প্রথম সপ্তাহে তিনবার এভাবে ব্যবহার করবেন তারপর একবার করে ব্যবহার করুন। এতে চুল কালো হয়ে যাবে।

চুল লাল করার জন্য-ভালো ব্র্যান্ডের একটি মেহেন্দি নিন তাতে একটু লেবুর রস ও অ্যালোভেরা মিশিয়ে নিন। তারপর ওই মিশ্রণটি চুলে লাগিয়ে শোকান এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *