রাজস্থান থেকে কেরালা। নিরিবিলি থাকতে ভারতবর্ষের যে চারটি স্থান ঘুরে আসতে পারেন
নিউজ ডেস্ক – মহামারির কারণে অধিকাংশ দিনই ঘরবন্দি থাকতে হয় বহু মানুষকে। তবে যখনই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে তখনই একটু ঘোরার আশায় মানুষ বেরিয়ে পড়ে। প্রাকৃতিক সৌন্দর্য্য কে না পছন্দ করেন। সেই কারণেই ভ্রমণ মানেই প্রকৃতি হয় পাহাড় নয় সমুদ্র অথবা নয় জঙ্গল। কিন্তু করোনা মহামারির কারণে আবার লোকাল হয়ে যাওয়া বারণ। সেই কারণে পর্যটনকেন্দ্র না হলেও কিছু জায়গা রয়েছে যেগুলো ঘোরার জন্য উপযুক্ত এবং খুবই নিরিবিলি। যেমন —
১) উত্তরাখন্ডের চৌকোরি — হিমালয়ের পাদদেশের ছোট্ট একটি শহর হচ্ছে চৌকরি। এটি এখনো পর্যন্ত বিশেষ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ না করলেও যথেষ্ট নিরিবিলি ও ঘোরার জন্য উপযুক্ত। সেই কারণেই যারা নিরিবিলি সময় কাটাতে পছন্দ করেন তারা এই জায়গায় ঘুরে আসতে পারেন।
২) কেরলের ভারকালা — এটি হচ্ছে সমুদ্র আবিষ্ট একটি অঞ্চল। অর্থাৎ যারা পাহাড় জঙ্গলের থেকেও সমুদ্র বেশি পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত স্থান। এটিও ঠিক আগের মত অতটাও পরিচিতি না পেলেও ঘোরার উপযুক্ত। এখানে জনবসতি থেকে সম্পূর্ণ দূরে প্রকৃতির কোলে সময় কাটানো যাবে।
৩) অরুণাচল প্রদেশের জিরো উপত্যকা — অরুণাচল প্রদেশকে পর্যটন কেন্দ্র হিসেবে এক নামে চেনে সকলে। কারণ এখানে অনেক জায়গা রয়েছে যেগুলো টুরিস্ট স্পট হিসেবে পরিচিত। কিন্তু জানার আড়ালেও কিছু অজানা রয়েছে। যে গুলির মধ্যে পড়ছে ছোট্ট গ্রাম, জিরো উপত্যাকা সহ একাধিক জায়গা। এখানে বেশী মনমুগ্ধকর ও আকর্ষণীয় জিনিস হচ্ছে পাহাড়।
৪) রাজস্থানের জাওয়াই — রাজস্থান বললে প্রথমে উটের চিত্র চোখের সামনে ভেসে ওঠে। এখানে ঘুরতে যায় বহু মানুষ। কারণ এখানে ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে। তবে জন্ম মুখরিত রাজস্থানের থেকে বহুদূরে কোলাহল বিহীন ছোট্ট গ্রামটির নাম হচ্ছে জাওয়াই। তাই রাজস্থানে ভিড়ের থেকে দূরে থাকতে গেলে এই গ্রামে অবশ্যই যেতে পারেন।