বিশ্বের সবথেকে গরিব দেশ কোন দেশকে বলা হয়?
নিউজ ডেস্ক- দেশটিতে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের মৃত্যুর হারও সবথেকে বেশি. সুদান আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত। এলাকার দিক থেকে সুদান আফ্রিকা মহাদেশের সবথেকে বড় রাস্ট্র। দেশটির অফিশিয়াল নাম রিপাবলিক অফ সুদান। সুদানের রাজধানী খার্তুম। এই দেশের সরকারি ভাষা হল আরবি।
সুদান দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য
1.সুদান বিশ্বের সবচেয়ে গরিব দেশ গুলির মধ্যে একটি। আরবি শব্দ সুদান কথার অর্থ হল অশ্বেতদের ভূমি। এই দেশে 44.5 শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে
2. এই দেশের নিয়ম অনুযায়ী বিবাহের জন্য একজন বয়স হতে হবে 18 বছর এবং একজন মেয়ের বয়স হতে হবে 16 বছর বেশি হতে হবে।
3. 2012 সালে দক্ষিণ সুদানে পাঁচ বছরের ও কম 55000 বাচ্চা শিশুদের অসুখের কারণে মৃত্যু হয়েছিল।
4. এই দেশে অপর্যাপ্ত জলের জন্য এখানকার মানুষদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। কখনো কখনো এই জায়গা শুষ্ক ও মালভূমি তে পরিণত হয়।
5. সুদান দেশে মিশর দেশের থেকেও বেশি পিরামিড রয়েছে। এই দেশটিতে 1200 অধিক পিরামিড রয়েছে।
6. এই দেশটিতে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের মৃত্যুর হারও সবথেকে বেশি। এছাড়াও মেয়েদের শিক্ষাব্যবস্থা অনেক অনুন্নত।
7. সুদান পৃথিবীর একমাত্র দেশ যেখানে নীলনদের দুটি অংশ একইসাথে বাহিত হয়। দেশটিতে নীলনদের নীল জল ও সাদা জল একসাথে একটি জায়গায় মিলিত হয়েছে।
8. সুদার একটি মুসলিম রাষ্ট্র এবং এই দেশটির পুরো আরব ও আফ্রিকার একমাত্র দেশ যেখানে সর্বপ্রথম মহিলা পার্লামেন্ট নিযুক্ত করা হয়েছিল।
9. সুদানের মুদ্রার নাম সুদানে পাউন্ড। সুদান একটি গরিব দেশ হওয়ার শর্ত এই দেশের এক পাউন্ড ভারতীয় পৌনে চার টাকার সমান।
10. সুদান দেশ থেকে দক্ষিণ সুদান বিভক্ত হওয়ার কারণ শুধু ধর্মীয় ব্যবস্থা ছিল না এর পেছনের কারণ হিসেবে সুদানের খনিজ তেলকে ও ধরা হয়।