অফবিট

চীনের কোন গ্রামের প্রতিটি বাড়িতে হেলিকপ্টার আছে?

নিউজ ডেস্ক –  ধনী হোক  কিংবা রাজবংশী পরিবারের সদস্যরাও যাতায়াতের জন্য বড়জোর বিলাসবহুল গাড়ি ব্যবহার করে থাকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে চীনের জিয়াংসু প্রদেশের এই  হুয়াক্সি নামক গ্রামটিতে দেখা যায় এর অন্য চিত্র। সেখানকার সাধারণ মানুষ এতটাই বড়লোক যে তারা  কোথাও যেতে গেলে নিজের ব্যবহারের জন্য কোন গাড়ি বা সাইকেল নেয় না  তার পরিবর্তে থাকে এক বিশাল আকৃতির হেলিকপ্টার। শুনলে অবাক হওয়ারই কথা। কিন্তু বাস্তবে তারা হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। তবে একটাই প্রশ্ন যে গ্রামের সবার কি করে হেলিকপ্টার থাকতে পারে? আদৌ কি এতো ধনী হওয়া সম্ভব। সেক্ষেত্রে বলতে হয়  কেন সম্ভব নয়। বর্তমানে পৃথিবীতে অসম্ভব বলে যে কোনো জিনিসই নেই।

তবে হুয়াক্সি নামের এই গ্রামের পেছনে রয়েছে একটি লুকায়িত রহস্য। জানা গিয়েছে এই গ্রামের যারা বাসিন্দা, তাদের কাছে বিনামূল্যে পৌঁছায় স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবা। সেখানকার স্থায়ী বাসিন্দারাই কেবল এই  পরিষেবা পেয়ে থাকেন। যার কারণে শিক্ষা ও স্বাস্থ্যের দিকে কোন আর্থিক খরচ না করায় সেই অর্থটা জমায়েত করে হেলিকপ্টার ব্যবহার করতে সমর্থক হন‌ গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *