লাইফস্টাইল

রক্ত বৃদ্ধি করে। ডালিমের অসাধারন কিছু কার্যকারিতা

নিউজ ডেস্কঃ ডালিম। এমন এক ফল যা সেভাবে সকলকে খেতে দেখা যায়না। বা অনেক মানুষ এই ফল পছন্দ করলেও কিছু মানুষ একদমই পছন্দ করেন না। তবে এর উপকারিতা অনবদ্য।

ডালিম ক্ষিদে বাড়িয়ে দেয়, শরীর স্নিগ্ধ করে, মেদ ও বল বৃদ্ধি করে।

ডালিম রুচি বৃদ্ধি করে, কোষ্ঠশুদ্ধি করে, অরুচি দূর করে, শ্বাসকষ্ট কাশি ও বাত ব্যাধি নাশ করে।

ডালিমের রস মেধা বৃদ্ধি করে, মুখ পরিষ্কার করে।

ডালিমে প্রচুর পরিমাণে লৌহ আছে যা রক্ত বৃদ্ধি করে।

ডালিম গাছের মূলের ক্বাথ কৃমিনাশক।

ডালিমের রস খেলে জন্ডিস সেরে যায়- বুক ধড়ফড়ানি ও সারে। বুকে ব্যাথা ও কাশি কমে যায়। কণ্ঠস্বর পরিষ্কার হয়।

ডালিমের রস বমি বন্ধ করে ও হার্টের পক্ষে খুব উপকারি।

ডালিমে শরীরে শরীর হৃষ্টপুষ্ট হয়, পিপাসা দূর হয়।

ডালিমের রস বিটলবণ ও মধু এক সঙ্গে মিশিয়ে মুখে রাখলে অরুচি প্রশমিত হয়। ডালিমের রস পুরনো পেটে অসুখে ও জ্বরে উপকার করে।

ডালিমের রস ত্রিদোষ নাশ করে অর্থাৎ কোমরবাত ও পিত্তের দোষ নাশ করে।

মিষ্টি ডালিম লঘুপাক, মেধা বৃদ্ধি করে, মুখ পরিষ্কার করে, হার্ট ও লিভার সবল করে।

ডালিমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা যৌবন ধরে রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ডালিমের রস পান করলে ত্বকে বয়সের ছাপ পরে না।

ডালিম খেলে শরীরের একটা বিশেষ ধরণের ফুর্তিভাব বা চেতনের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *