কোন ৫ প্রজাতির পোকামাকড় মুহূর্তে কেড়ে নিতে পারে আপনার প্রান?
নিউজ ডেস্কঃ পৃথিবীতে এমন অনেক পোকামাকড় বসবাস করে যাদের দেখতে ভয়ঙ্কর এবং অদ্ভুত। তাদের মধ্যে এমন কয়েকটি পোকামাকড় হল।
১) মথ ক্যাটারপিলারঃ এই প্রাণীটি দেখতে সবুজ রঙের হয় এবং আর লেজ দুটি খণ্ডে বিভক্ত থাকে।আর এর শরীরে থাকে অ্যাসিড যা তাকে আঘাত করতে পারে এমন শত্রুদের দিকে ছুড়ে দেয়।এই প্রাণীটিকে উত্তর অ্যামেরিকাতে দেখাতে পাওয়া যায়।
২)এক্সট্রাটোসোমাঃ এই প্রাণীটি দৈঘ্য প্রায় ৮ ইঞ্চি হয়ে থাকে।এই প্রাণীটি নিজেকে অন্য কোনো প্রানীর আঘাত বাঁচতে আশেপাশের পরিবেশের সাথে মিশে থাকে।এই প্রাণীটি সারা শরীরে কাটা থাকে।এবং কোনো শত্রুর মুখোমুখি হলে এটি বিছের আকার ধরন করে এবং শত্রুর শরীরে তার বিষাক্ত ক্যেমিক্যাল ঢুকিয়ে দেয়।
৩) স্নেক ক্যাটারপিলারঃ এই প্রাণীটিকে সাপের মতো দেখতে।তাই কোনো পাখি এটিকে শিকার করতে ভয় পায়। এটিকে সাপের মতো দেখতে হলেও এর মধ্যে সাপের কোনো বৈশিষ্ট্য দেখা যায় না।এটি ধীরে ধীরে একটি প্রজাপতির মতো রুপ ধারন করে।এই প্রাণীটিকে আয়ারল্যান্ড ও ব্রিটেনে দেখতে পাওয়া যায়।
৪) অরচিড ম্যানটিসঃ এই প্রাণীটিকে খুবই সুন্দর একটি প্রাণী যাকে দেখতে অনেকটা বাগানে থাকা ফুলের মতো। এই প্রাণীটি উড়ন্ত পোকামাকড়ের শিকার করে থাকে।এই প্রাণীটি পুরুষদের তুলনায় স্ত্রীরা বড়ো হয়ে থাকে।এই প্রাণীটিকে ইন্দ্রোনেশিয়া ও মালেশিয়ায় দেখতে পাওয়া যায়।
৫) ড্যামসেল ফ্ল্যঃ এই প্রাণীটি অন্যদের থেকে আলাদা কারন এর চোখ এর মুখমণ্ডল থেকে বড়ো হয়ে থাকে। এটির শরীর অনেকটা লম্বা হয়ে থাকে।এই প্রাণীটির পায়ে কাটা থাকে এবং এর মাধ্যমে শিকার করে থাকে।