পকেটমার, গাড়ি চোর ও বিশৃংখলা নেই বললেই চলে। অ্যান্ডোরার অজানা কিছু তথ্য
নিউজ ডেস্ক: এমন দেশের নাম শুনেছেন যেখানে সামরিক খাতে খরচ নির্ভর করে জনগনের দানের উপর। দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত অ্যান্ডোরা দেশটির সরকারি নাম প্রিন্সিপাল অফ অ্যান্ডোরা। অ্যান্ডোরা একটিমাত্র দেশ যেখানে কো- প্রিন্সিপালিটি অর্থাৎ সহ – অধ্যাক্ষ পরিচালিত শাসন ব্যবস্থা দেখা যায়। অ্যান্ডোরা দেশ এর রাজধানী অ্যান্ডোরা লা ভেলা রয়েছে তাদের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। এই দেশের জনসংখ্যা প্রায় ৮৫ হাজার ।
অ্যান্ডোরা দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো:
1. আয়তনের দিক থেকে এটি বিশ্বের 16 তম ছোট দেশ। এবং জনসংখ্যার দিক থেকে ১১ তম। এটি একটি স্থলবেষ্টিত দেশ। এবং কিছু মতামত অনুযায়ী এটি বিশ্বের 14 তম পুরাতন দেশ।
2. অ্যান্ডোরা দেশ এর রাজধানী পুরো ইউরোপের সবথেকে উচ্চতম রাজধানী এটি সমতল থেকে প্রায় 1,023 মিটার উঁচুতে অবস্থিত।
3. অ্যান্ডোরা দেশ একটি নিরাপদ দেশ যেখানে পকেটমার, গাড়ি চোর ও বিশৃংখলা নেই বললেই চলে।
4. অ্যান্ডোরা দেশ এর সরকারি কর্মচারী, আদালত, জেল সবই হাউস অফ দা ভেলিস মধ্যে রয়েছে ষেটি অ্যান্ডোরার রাজধানীতে অবস্থিত।
5. পুরো বিশ্বের মধ্যে সবথেকে বেশী তামাক জাতীয় দ্রব্য অর্থাৎ টোব্যাকোর উৎপাদন অ্যান্ডোরা দেশ এ হয়।
6. অ্যান্ডোরা দেশ সবচেয়ে মূল্যবান সাইকেল রেস টুর ডি ফ্রান্স সাক্ষী ছিল।
7. এই দেশের মিলিটারি বাজেট নির্ভর করে জনগণের বা যেকোনো সংস্থার স্বেচ্ছায় দানের উপর।
8.1000 বছর ধরে অ্যান্ডোরা কোন প্রকার যুদ্ধে অংশগ্রহণ করেনি।
9.1930 খ্রিস্টাব্দ থেকে অ্যান্ডোরা ফ্রান্সের অধিকৃত অঞ্চল। অ্যান্ডোরা এমন একটি দেশ যেখানে সহ অধ্যাক্ষ পরিচালিত শাসন কাঠামো দেখা যায়। অ্যান্ডোরা দেশ এর দুজন অধ্যক্ষ রয়েছে যার একজন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং অন্য একজন অ্যান্ডোরার দেশের উচ্চ পদস্থ যাজক।
10. অ্যান্ডোরা দেশে এর নিজস্ব কোন মুদ্রা নেই। এবং এই দেশ বহুবার অলিম্পিকে অংশগ্রহণ করলেও একবারও মেডেল অর্জন করতে পারেনি।