চুলের ডগা ফাটা রোধ করতে সাহায্য করে। ভেসলিনের অসাধারন কিছু উপকারিতা
নিউজ ডেস্ক: ত্বকের যত্নে ভেসলিনের জুড়ি মেলা ভার। তবে শুধুমাত্র ত্বকই নয় চুলের জন্য খুবই উপকারী বেশি। এর মধ্যে রয়েছে এমন অনেক গুন যা বেশিরভাগ মানুষই জানে না। কি কি কাজে ব্যবহার করতে পারেন ভেসলিন জেনে নিন?
১) চুলের ডগা ফাটা রোধ করতে সাহায্য করে ভেসলিন।এই সমস্যা থেকে মুক্তি পেতে অল্প পরিমাণে ভেসলিন নিয়ে চুলের ডগায় ভালো করে লাগিয়ে নিন। ফাটা কমে যায়।
২) অনেকের লিপস্টিক লাগালে কিছুটা লিপস্টিক দাঁতে লেগে যায়। তাই তারা লিপস্টিক লাগানোর আগে ভ্যাসলিন লাগিয়ে নেবেন এতে লিপস্টিক আর দাতে লাগবেনা।
৩) চোখের পাতা ঘন করতে হলে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সামান্য পরিমাণে চোখের পাতায় লাগান। এর ফলাফল আপনারা নিজেরায় বুঝতে পারবেন।
৪) পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করার জন্য যেখানে পারফিউম লাগাবেন তার আগে সেখানে অল্প পরিমাণে ভেসলিন লাগান।
৫) বাইরে বেরোনোর সময় যদি জুতো পলিশ না পান তাহলে জুতো পালিশ এর পরিবর্তে সামান্য ভেসলিন দিয়ে জুতোর ওপর লাগিয়ে একটি কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে জুতো নতুনের মত ঝকঝক করবে।
৬) বাড়িতে হেয়ার ডাই করার আগে কপালে- কানে এসব জায়গায় ভেসলিন লাগিয়ে নিন। এতে হেয়ার ডাই করার ফলে যে রঙ লাগে তা সহজে তোলা যায়।