দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। বিভিন্ন রকম অ্যালকোহলের কার্যকারিতা
নিউজ ডেস্ক: অতিরিক্ত কোন কিছুই আমাদের শরীরের পক্ষে উপকারী নয় কিন্তু সেটা যদি পরিমাণ মতো হয় তাহলে তার থেকে কিন্তু উপকারিতা পাওয়া যায়। তবে সেটা মদ হোক না কেন। হ্যাঁ ঠিকই শুনছেন। মদ খাওয়া যেরকম আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক যদি সেটা পরিমানমতো খাওয়া হয় তাহলে তার থেকে কিন্তু উপকার পাওয়া যায়। সেগুলি কি কি?
- ভদকা- দাঁতের ব্যথা কমাতে বিশেষভাবে কার্যকর ভদকা।যা হয়তো অনেকেরই অজানা একটি বিষয়।
- বিয়ার- পরিমাণ মতো বিয়ার খাওয়ার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি ঘটে ।
- হুইস্কি- ওজন কমাতে কার্যকর ভূমিকা পালন করে হুইস্কি। যা বেশিরভাগ মানুষই হয়ত জানেন না।
- টেকিলা- টেকিলা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
- রেড ওয়াইন- অনেকেই হয়তো জানেন না যে রেড ওয়াইন হাইপারটেনশনের সমস্যা থেকে মুক্তি দিতে সহায়তা করে।
- ব্র্যান্ডি- তারুণ্যকে ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে ব্র্যান্ডি। তাই পরিমাণমতো ব্র্যান্ডি খেতে পারেন।
- রাম- ঠান্ডা জনিত কারণে গলার ইনফেকশন অথবা গলায় ব্যথা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে রাম।
- শ্যাম্পেইন- পরিমান মতো যদি শ্যাম্পেন খান তাহলে তা আপনাদের শরীরের ক্ষতির বদলে উপকার করবে। কারন পরিমাণ মতো যদি শ্যাম্পেইন পান করেন তাহলে তা হৃদযন্ত্রকে ভাল রাখতে সহায়তা করবে।