ইভেন্টদুর্গা পুজার খবর

কুমারি পুজাতে কন্যাদের নির্বাচনের পদ্ধতি জানা আছ?

নিউজ ডেস্কঃ দুর্গা পূজায় অষ্টমী দিন কুমারি পূজা করা হয়।এই পূজাটি দুর্গাপূজার অঙ্গরূপে  অনুষ্ঠিত হয়।এই পূজায় কন্যাকে  কুমারীদের হিসাবে পূজা করা হয়।তবে এই নির্বাচন করার জন্য কিছু নিয়ম আছে সেটি হল যেমন- ‘ নবকুমার ভট্টাচার্য তার ‘দুর্গাপূজার জোগাড়’ গ্রন্থে এ বিষয়ে লিখেছেন- তন্ত্র অনুসারে ১ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত কুমারীকে পূজার কথা বলা হয়েছে। সেখানে বয়স অনুসারে কুমারীর নামকরণও করা হয়েছে।

আবার শাস্ত্র অনুসারে দশম বর্ষীয়া কন্যাকেই কুমারী পূজা করা উচিত বলে নির্দেশ রয়েছে। এবং এক বছর বয়সের কুমারী পূজার যোগ্য নয়। দু’বছর থেকে দশ বছর বয়স্কা বালিকা কুমারী হবে। এছাড়াও কুমারীর আকৃতি-প্রকৃতি সম্পর্কেও শাস্ত্রে নির্দেশ রয়েছে যেমন-  ‘কুমারীর আকৃতি হবে সুন্দর, সুলক্ষণা এবং প্রকৃতি হবে শোভনা।কুমারী পূজায় কোন জাতি, ধর্ম বা বর্ণভেদ নেই। দেবীজ্ঞানে যে-কোন কুমারীই পূজনীয়, এমনকি বেশ্যাকুলজাত কুমারীও। তবে সাধারণত  ব্রাহ্মান কুমারী কন্যার পূজাই সর্বত্র প্রচলিত।বর্তমান কুমারী পূজার প্রচলন কমে গেছে।কিন্তু সেসব জায়গায় এখনও পর্যন্ত এই পূজা প্রচলন আছে তার মধ্যে একটি জায়গা হল  বেলুরমঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *