টিকটিকি তাড়াতে শুঁকনো লঙ্কা, পেঁয়াজের ব্যবহার
নিউজ ডেস্কঃ টিকটিকি আমাদের প্রত্যকের ঘরেই দেখতে পাওয়া যায়।অনেক সময় অনেকের বাড়িতে এই টিকটিকির উৎপাত বেড়ে যায়।তাই কিভাবে এই টিকটিকিকেতাড়াবেন বুঝতে পারছেন না।এই নিয়ে চিন্তার কোন কারন নেই ঘরোয়া উপায়ে তাড়াতে পারবেন টিকটিকি।তাহলে জেনে নিন গরয়া উপায়গুলি।
শুকনো লঙ্কার স্প্রে- শুকনো লঙ্কার গুড়ো জল দিয়ে মিশিয়ে ঘণ্টা খানিকের জন্য ভিজিয়ে রাখুন।তারপর জলটি ছেকে একটি স্প্রে বোতলে ঢেলে রেখে দিন।এরপর যেখানে টিকটিকি থাকে সেখানে স্প্রে করুন।এতে টিকটিকি চলে যাবে।
পিয়াজ- যেখানে টিকটিকি থাকে সেখানে পিয়াজের কয়েক টুকরো রেখে দিন।এতে টিকটিকি চলে যাবে কারন টিকটিকি পিয়াজের সালফার কম্পাউন্ডের বাজে গন্ধ সহ্য করতে পারে না।
ময়ূরের পালক- টিকটিকি তাড়াতে গেলে ঘরে ময়ূরের পালক রেখে দিন।এতে টিকটিকি চলে যাবে।
বরফ ঠাণ্ডা জল- টিকটিকি তাড়াতে টিকটিকির গায়ে বরফের জল স্প্রে করুন।টিকটিকি একটি শীতল রক্তের প্রাণী এই বরফ জলের সংস্পশে এসে আরও ঠাণ্ডা হয়ে যায়।এর ফলে টিকটিক আর নড়াচড়া করতে পারে।এরপর ওই টিকটিকিকে কিছু দিয়ে ধরে বাইরে ফেলে দিন।