ত্বকের যত্ন নিতে নারকেল তেল ও ভিটামিন ই ওয়েলের ব্যবহার
নিউজ ডেস্কঃ বয়সের সাথে সাথে ত্বকে বলিরেখা দেখা দেবে এটাই স্বাভাবিক। তবে, বর্তমানের কর্মব্যস্ত জীবনে ত্বকের সঠিক যত্নের অভাব, ক্লান্তি, সূর্যের ক্ষতিকারক রশ্মি প্রভৃতির প্রভাবে অকালবার্ধক্য দেখা যায় অনেকেরই ।ত্বকের এই বলিরেখার ফলে দেখতে যে কেবল বয়স্ক লাগে তাই নয়।পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য ও কমে যায় অনেক ।ত্বক হয়ে ওঠে বেশি রুক্ষ ও শুষ্ক। ত্বকের বলিরেখা দূর করতে আমরা বাজারচলতি বিভিন্ন প্রোডাক্ট কিনে অনেক বেশি টাকা খরচ করি ঠিকই তবে, বাড়িতেই অত্যন্ত কম খরচে শুধুমাত্র ভিটামিন ই অয়েল ব্যবহার করে ত্বককে করে তুলতে পারেন আপনি বলিরেখা হীন ও উজ্জ্বল । ত্বকের বলিরেখা রোধ করতে ভিটামিন ই অয়েল এর থেকে বেশি কার্যকরী আর কিছু হতে পারে না।
আসুন জেনে নেওয়া যাক ভিটামিন ই অয়েল ব্যবহার করে তৈরি করা যায় এমন কয়েকটি ফেসপ্যাক এর কথা যা আপনার ত্বক থেকে বার্ধক্যের যাবতীয় চিহ্ন দূর করতে সক্ষম।
1)অ্যালোভেরা ও ভিটামিন ই অয়েল
অ্যালোভেরা যে কোন ত্বকের জন্য বিশেষত সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো। এটি যে কোনো রকম জ্বালা,ব্রণ প্রভৃতি থেকে সুরক্ষা প্রদান করে ত্বককে।একটি পাত্রে এক টেবিল চামচ এলোভেরা জেল ও দুটি ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে, মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ ধরে ম্যাসাজ করে অপেক্ষা করুন এক ঘন্টা ।এরপর উষ্ণ জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন মুখ ।প্রত্যেকদিন একবার করে এই ফেসপ্যাকটি ত্বকে ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে মসৃণ ও টানটান । ভিটামিন ই অয়েল ত্বকের বলিরেখা দূর করবে এবং সেইসাথে দূর হবে ত্বকের রুক্ষতা ও ।
2)নারকেল তেল ও ভিটামিন ই ওয়েল
নারকেল তেল প্রায় আমাদের সকলেরই বাড়িতে থাকে ।নারকেল তেল চুলের যত্নে অত্যন্ত উপকারী সেকথা আমরা সকলেই জানি।তবে,ত্বকের যত্নেও কিন্তু এর গুরুত্ব নেহাত কম নয় ।একটি পাত্রে এক টেবিল চামচ নারকেল তেল ও একটি ভিটামিন ই অয়েল ক্যাপসুল ভাল করে মিশিয়ে নিন।মিশ্রণটি ত্বকে কুড়ি মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। নিয়মিত ত্বকে এটি ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে নরম, মোলায়েম, উজ্জ্বল ।এই ফেসপ্যাকটি ব্যবহার করতে থাকলে ত্বকে বলিরেখা পড়ার কোনো সম্ভাবনাই থাকে না।তবে, আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে এই ফেসপ্যাকটি এড়িয়ে চলাই আপনার পক্ষে ভালো ।
3)মধু, লেবু, দই ও ভিটামিন ই অয়েল
যে কোনো ধরনের ত্বকের জন্য এই নিম্নলিখিত ফেসপ্যাকটি ব্যবহার করা যেতে পারে।একটি পাত্রে 1চা চামচ মধু, 1 চা চামচ লেবুর রস, 2 চা চামচ টক দই ও তিনটি ভিটামিন ই ক্যাপসুল এর তেল মিশিয়ে তা ত্বকে হালকা ম্যাসাজ করে অপেক্ষা করুন কুড়ি মিনিট ।এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন মুখ ।নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা তো দূর হবেই সেই সাথে যেকোনো কালো দাগ,ত্বকের ইনফেকশন,জ্বালাপোড়া ভাব সবই দূর করবে এটি। ত্বককেও এই ফেসপ্যাক রাখবে আদ্র