শরীরের ব্যথা এবং ফোলাভাব নিরাময় করতে সাহায্য করে।। কর্পূরের অসাধারন কিছু উপকারিতা
নিউজ ডেস্কঃ আমরা সবাই জানি যে পুজো কাজে কর্পূর ব্যবহার করা হয়।কিন্তু আপনারা কি জানেন যে এছাড়াও কর্পূরের নিজস্ব কিছু গুন আছে।যা থেকে অনেক সমস্যা মুক্তি দেওয়ার ক্ষমতা আছে।বিশেষ করে রুপচর্চার ক্ষেত্রে কর্পূরের জুরি মেলা ভার।কারন এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান যা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার পাশাপাশি আমাদের চুলেরও অনেক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে।তাই রূপচর্চার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন এই কর্পূর জেনে নিন।
ঘরে পিঁপড়ের তাড়াতেও সাহায্য করে এই কর্পূর৷এর জন্য একটি পাত্রে কর্পূর নিয়ে তাতে অল্প জল মিশিয়ে নিয়ে।সেটিকে একটি স্প্রে বোতলে ঢেলে নিয়ে যেখানে পিঁপড়ের থাকে সেই জায়গাগুলিতে স্প্রে করুন৷এতে দূর হয়ে যাবে পিঁপড়ে উপদ্রব৷
মশা তাড়াতেও সাহায্য করে এই কর্পূর।এর জন্য ঘরের অন্ধকার স্থানে কর্পূর কাপরে মুড়ে রেখে দিন৷এতে মশা দূর হওয়ার পাশাপাশি ঘরে সুগন্ধও ছড়াবে ৷
কর্পূর শরীরের ব্যথা এবং ফোলাভাব নিরাময় করতে সাহায্য করে।
জিভে ঘা কমাতেও সাহায্য করে এই কর্পূর।এর জন্য একটি পাত্রে জল নিয়ে তাতে কর্পূর গুড়ো গুলে নিয়ে মুখ ধুয়ে ফেলুন৷এতে ভালো উপকার পাবেন৷
গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে বাগানে কর্পূর গুড়ো করে ছড়িয়ে রেখে দিন।এতে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
ঘরের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে কর্পূর।তাই বর্ষাকালে ঘরে দুর্গন্ধ হয় আর এই গন্ধ দূর করতে ঘরের কোনে এক টুকরো কর্পূর ছড়িয়ে রেখে দিন৷এর ফলে ঘরের গন্ধ দূর হয়ে যাবে৷
রুপোর বাসন চকচকে রাখতে এখানে রুপোর বাসন রাখবেন সেখানে এক টুকরো কর্পূর রেখে দেবেন৷
জানালার কাঁচ পরিষ্কার করতে ব্যবহার করুন কর্পূর।এটি এই কাজ করতে খুবই কার্যকরী।