অফবিট

পৃথিবীর সবথেকে লম্বা মানুষ কোথায় থাকে জানেন?

নিউজ ডেস্ক:- কোন দেশের মানুষ সবথেকে লম্বা হয় জানেন? বা কোন দেশে সর্বপ্রথম সমলিঙ্গ বিয়ের আইন পাশ হয়? উত্তর পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ হল নেদারল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর এই দেশটি লোয়ার কান্ট্রি নামেও পরিচিত। নেদারল্যান্ডের জনসংখ্যা প্রায় 1.73 কোটি। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। নেদারল্যান্ডের জনগণ  ডাচ নামে পরিচিত।

নেদারল্যান্ড সম্পর্কে সম্পর্কে কিছু অজানা তথ্য হলো –

1.নেদারল্যান্ডের প্রতিটি রাস্তার মোড়ে একটি করে ক্রিসমাস ট্রি দেখতে পাওয়া যায়।

 2.দেশের একটি অংশ সমুদ্রের নিচে হাওয়াই এখানে সমুদ্রের কিনারায় 1400km লম্বা করে প্রাচীর দেওয়া থাকে।

3.নেদারল্যান্ড একটিমাত্র দেশ যেখানে সর্বপ্রথম সমলিঙ্গ বিবাহ  আইনি বৈধতা দেওয়া হয়।

4.নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তরাষ্ট্রীয় আদালত।

5.পুরো বিশ্বের মধ্যে নেদারল্যান্ডের মানুষ সবথেকে লম্বা হয়ে থাকে।

6.2009 সালে নেদারল্যান্ডের 8টি জেল বন্ধ করা হয়েছিল কয়েদিদের অভাবে। পুনরায় জেল গুলি খোলার জন্য 240 কয়েদি আনা হয়েছিল অন্য দেশ থেকে।

7.নেদারল্যান্ডে পুরুষ ও মহিলার সমানভাবেই মদে আসক্ত। এরা এক বছরে প্রায় 47 লিটার মদ খেয়ে থাকে।

8.নেদারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় যানবাহন হলো সাইকেল, এখানে প্রতিটি ব্যক্তির কাছে একটি করে সাইকেল অবশ্যই থাকে।

9.টেলিস্কোপ, মাইক্রোস্কোপ ও পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার নেদারল্যান্ডে হয়।

10.নেদারল্যান্ডের কম্পানি ফিলিপস 1967 সালের অডিও টেপ, 1972 সালের ভিডিও টেপ, 1982 সালের সিডি, ও 1985 সালে সিডিরোম সন্ধান করে।

11.ডাচ লোকেরা বিগত চার দশক থেকে সবথেকে বেশি পনির উৎপাদন করছে। এছাড়াও পনির রপ্তানিতে নেদারল্যান্ড সর্বপ্রথম স্থান দখল করে আছে।

12.নেদারল্যান্ড থেকে সবচেয়ে বেশি শুয়োরের মাংস ও মাংস জাতীয় পদার্থ অন্য দেশে রপ্তানি করা হয়।

13.নেদারল্যান্ডে বেশ্যাবৃত্তি কাজ অবৈধ নয়। এখানে যে কোন মেয়ে যার বয়স 18 বছর বা তার বেশি এই কাজে লিপ্ত হতে পারেন।

14.নেদারল্যান্ডের মাত্র 3 %লোক চাষবাস  করে জীবিকা নির্বাহ করেন।

15.এখানে সব থেকে বেশি বায়ু চক্র দিয়ে জল নিকাশি ও বিদ্যুৎ উৎপাদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *