পৃথিবীর কোন দেশে বর্তমানে উল্কা রয়েছে জানা আছে?
নিউজ ডেস্ক – পৃথিবীর বিভিন্ন জায়গায় একাধিক উল্কাখাদ রয়েছে। কিন্তু কোন খাদ সবচেয়ে পুরনো তার পরীক্ষা-নিরীক্ষা করছিলেন বিজ্ঞানীরা। কার্যত দীর্ঘদিনের পর্যবেক্ষণে তাদের হাতে আসে এক সুপ্রাচীন উল্কাখাদ। যার বয়স আনুমানিক ২.২ লক্ষ কোটি। তবে কিসের ভিত্তিতে এই উল্কাখাদের বয়স নির্ধারণ করলেন বিজ্ঞানীরা!
নাসায় অ্যাস্ট্রোমেটিরিয়াল রিসার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন সায়েন্সের বিজ্ঞানী এরিকসন জানান তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার কার্কল্যান্ড, নিকোলাস টিমস এবং অ্যারোন ক্যাভোসি এই সকল বিজ্ঞানীরা দীর্ঘদিন যাবত উল্কাখাদের পর্যবেক্ষণ করে। যেখানে উল্কার প্রভাব দ্বারা গলে যাওয়া স্ফটিকগুলি দেখতে কার্টিন বিশ্ববিদ্যালয়ের একটি বৈদ্যুতিন মাইক্রোস্কোপ ব্যবহার করেছিলেন তারা। এরপরে বিজ্ঞানীরা ইউরেনিয়াম পরিমাপ করে এবং তাদের স্ফটিকগুলিতে তাদের বয়স গণনা করলে দেখা যায় যে, ২.২২৯ বিলিয়ন বছর আগের পুরোনো এই উল্কাখাদটি। এই ধরনের উল্কা খাদ পৃথিবীর বুকে প্রায় ১৯০টি রয়েছে। কিন্তু এই কয়েকটি প্রাচীনতম উল্কাখাদের সন্ধান পান বিজ্ঞানীরা। তবে এই একটি মাত্র উল্কা খাদ পাওয়াতেই বসে নেই তারা। ভবিষ্যতে যাতে আরো নতুনত্ব ও বহু প্রাচীন উল্কাখাদ আবিষ্কার করতে পারেন তার সন্ধান জারি রেখেছেন নাসার বিজ্ঞানীরা।