বর্ষাকালে জামাকাপড় শুকোতে যা করবেন
নিউজ ডেস্কঃ বর্ষাকাল মানেই স্যাঁতসেঁতে ভাব।এই সময় জামাকাপড় ভালো করে শুকোয় না।যার ফলে জামাকাপড়েও গন্ধ হয়ে যায় তার সাথে আবার ছত্রাকের উপদ্রব। তবে এই সমস্যা আপনারা অতি সহজেই দূর করতে পারবেন তার জন্য আপনাদের জানতে হবে কিছু নিয়মগুলি। তবে শুধু বর্ষার সময় না জামা কাপড় সাধারন সময়ও না শুকালে এই নিয়ম গুলি মেনে চলতে পারেন
১) সবার প্রথমে অর্থাৎ কাপড় কাঁচার সময় দেখে নিন কোন অংশটি বেশি ময়লা জমেছে।এরপর যে অংশে বেশি ময়লা জমেছে সেই অংশটি ভালো করে পরিষ্কার করতে হবে।তাহলে সেখানে কোন জীবাণু বা ছত্রাক বাসা বাঁধতে পারবে না।
২) কাপড় কাচার সময় আগে কাপড়টিকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দিন। এরপর যে ডিটারজেন্ট আপনারা ব্যবহার করেন সেই ডিটারজেন্টের মধ্যে ওই কাপড়টি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
৩) বর্ষায়কালে কাপড় শুকানো একটি ঝামেলার বিষয়।কারন এই সময় সূর্যের আলোতে যে কাপড় শুকাবে তার উপায় থাকে না।এইজন্য ঘরের মধ্যেই জামাকাপড় শুকাতে হয়।আর এই জামাকাপড় শুকোনোর জন্য অনেকে ফ্যানের নীচে দেয়।এটি না করে স্বাভাবিক তাপমাত্রায় জামাকাপড় শুকোনো।
৪) জামাকাপড় ভালো করে শুকিয়ে গেলে তা আলমারিতে তোলার আগে জামাকাপড়ের মধ্যে ন্যাপথলিন দিয়ে রেখে দিন।