বর্ষাকালে চুলের সমস্যা মেটানোর উপায়
নিউজ ডেস্কঃ বর্ষাকালে হোক বা শীতকাল চুলের সমস্যা যেন কিছুই ছাড়তে চাই না।বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করেও যেন কোন লাভ হয় না যেমন কার সমস্যা তেমনই থেকে যায়।উল্টে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে ওই প্রোডাক্টে থাকা ক্যেমিক্যাল চুলের আরও ক্ষতি করে।তাই চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথটা যেন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে মানুষজনের কাছে। আর এই কঠিন পথকেও সহজ করা সম্ভব। হ্যাঁ ঠিকই শুনছে। এর জন্য লাগবে মাত্র দুটি উপকারন।
তাই এবার জেনে নিন এই উপকরনগুলি কি কি এবং তার উপকারিতা।
এই উপকারনগুলির মধ্যে একটি হল ক্যাস্টর অয়েল এবং অপরটি হল আপনারা যেই তেল ব্যবহার করে।একটি পাত্রে ক্যাস্টর অয়েল সামান্য পরিমাণ নিয়ে তাতে আপনারা যেই তেল ব্যবহার করেন সেটি একসাথে মিশিয়ে নিয়ে সারা স্ক্যাল্পে লাগিয়ে নিন।
- আমাদের চুলের একটি বড় সমস্যা হল চুল ঝরে যাওয়া।আর এই তল সেই চুল ঝরে যাওয়া থেকে প্রতিরোধ করতে বিশেষভাবে সাহায্য করে।
- অনেকের চুল অকালপক্কতার সমস্যা দেখা দেয়।এই তেল এই সমস্যা থেকে মুক্তি দিতেও সাহায্য করে।
- এমনকি এই তেল স্ক্যাল্পের পিএইচ-এর ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে।
- চুলের গোড়া মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তেল।
- এই তেল মাথার তালুতে যেকোনও ধরণের খোস-পাচড়া, চুলকানি দূর করতেও সাহায্য করে।
- চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে বিশেষভাবে সাহায্য করে এই তেল।
- চুলের রুক্ষভাব দূর করতে সহায়ক।
- অনেকের চুলে খুব জট পেকে যায় যার ফলে অনেক চুল উঠে যায়।তাই যাতে চুলে কম জট পাকে তার জন্য মাথায় লাগান ক্যাস্টর অয়েল।এতে চুল থাকবে সিল্কি এবং মোলায়েম যার ফলে চুলে জট পড়বে না।