অফবিট

নিস্তেজ হয়ে পড়ছে সূর্য!

নিউজ ডেস্ক –    গোটা বিশ্বে অস্তিত্ব আছে বলেই আজকে প্রাণের অস্তিত্ব রয়েছে। কারন সূর্যের তাপ ছাড়া কোন উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারত না। আর কোন উদ্ভিদ না বেঁচে থাকলে অক্সিজেনের অভাবে মানুষেরও কোন অস্তিত্ব থাকবে না। তবে এই তেজস্ক্রিয় মান সূর্য এবার ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

নর্থাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ভ্যালেন্টিনা জারকোভা বলেন, ২০২০ সালের পর থেকে প্রায় ৩০ বছরের মধ্যেই সূর্য তার তেজস্ক্রিয় তা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলতে পারেন। যার কারণে বিশ্ব থেকে সূর্য হারিয়ে যাওয়ার ফলে আবার আদিম যুগের তুষার যুগ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এসকল ধ্যান-ধারণা নিয়ে ২০১৫ সালে বহু রিচার্জ করে একটি  ‘‌মিনি আইস এজ’‌ তৈরি হতে চলেছে তা প্রমাণিত হয়েছে। আর এই প্রমাণকে সমর্থন করেছে বহু বিদেশি বিজ্ঞানীরা। খুব শীঘ্রই হাইবারনেশনে চলে যেতে চলেছে সূর্য। হাইবারনেশন অর্থাৎ ঘুমের রাজ্যে তলিয়ে যাবে সৌরমণ্ডলের একমাত্র দীপ্তমান নক্ষত্র সূর্য। যার কারণে খুব অল্প সানস্পট  তৈরি হবে। তবে এর থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় সম্প্রতি সেই নিয়ে গবেষণা করতে মত্ত রয়েছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *