২০৫০ সালে পুরোপুরি ধ্বংস হওয়ার পথে প্রকৃতি। কেন বলা হচ্ছে এই কথা?
নিউজ ডেস্ক – ২০১২ সালে পৃথিবী ধ্বংস হওয়ার মতো কোন বুজরুকি নেই এই তথ্যে। বর্তমান শিক্ষিত সমাজের মানুষেরা যে হারে প্রকৃতির উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন তার জেরে খুব বেশি দিন টিকে থাকবে না এই প্রকৃতি। গত ৩০ বছরের মধ্যেই প্রকৃতির নাশ হবে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।গ্রামকে নতুন কাপড়ে মুড়ে শহর বানাতে এবং একাধিক উন্নয়নমূলক কাজের জন্য কল কারখানা বানানোয় ঘাটতি দেখা দিয়েছে বহু মাঠ ঘাটের এবং লক্ষাধিক বৃক্ষ ছেদন করা হচ্ছে। এক সময় প্রকৃতির বুকে এমন নির্মম অত্যাচার চালানোয় আজ প্রকৃতি তারই রিভেঞ্জ বা প্রতিশোধ নিচ্ছে সকল মানব জাতির থেকে। গাছ কেটে দেওয়ার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় শুধু ভারত নয় গোটা বিশ্বে দেখা দিয়েছে খড়া। এছাড়াও নিত্যদিনই প্রকৃতির আক্রোশ ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে সকল মানুষদের। প্রকৃতির এমন তাণ্ডব কার্যকলাপ দেখে বিশেষজ্ঞরা দীর্ঘ বিশ্লেষণ করে জানিয়েছেন খুব শীঘ্রই প্রকৃতিকে শান্ত করা না গেলে গত ৩০ বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে আমাদের বৈচিত্র্যময় প্রকৃতি। আর প্রকৃতি ধ্বংস হয়ে যাওয়া মানেই পৃথিবীর উপর এক বিরাট ক্ষতিকর প্রভাব বিস্তার করা।