অফবিট

নিকোলা টেসলা সত্যি কি জাহাজ অদৃশ্য করতে পেরেছিলেন?

আমরা তো অনেকেই নিকোলা টেসলার অল্টারনেটিভ কারেন্ট আবিষ্কার এবং সেটা নিয়ে ডি সি কারেন্টের আবিষ্কারক থমাস আলভা এডিশনের সাথে তার মতবিরোধের কথা জানি। আজকে নিকোলা টেসলার আরেক আবিষ্কার টেসলা কয়েল নিয়ে কথা বলা হবে। 

ঘটনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের । ১৯৪৩ সালের অক্টোবর মাসের ২৮ তারিখ। পৃথিবীর সব ক্ষমতাধর দেশগুলো সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত। যুদ্ধক্ষেত্রে শত্রু পক্ষকে হারানোর জন্য প্রতিটি দেশ নিজের সামরিক শক্তি বাড়ানো এবং সামরিক প্রযুক্তি উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাই আমেরিকাই বা পিছিয়ে থাকে কেন তারা ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নামে এক প্রোজেক্ট শুরু করলো। যদিও এই প্রজেক্টের একদম প্রথমে নাম ছিল ”প্রজেক্ট রেনবো”।

এই এক্সপেরিমেন্ট বা প্রজেক্ট এর মূল উদ্দেশ্য ছিল একটি যুদ্ধ জাহাজকে শত্রুর পক্ষের রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করা। ১৯৪৩ সালের ২৮ শে অক্টোবর ইউএস নেভির একটা জাহাজ ইউএস এল্ড্রিজের উপর এই পরীক্ষা চালানো হয় এবং পরীক্ষাটি করা যুক্তরাষ্ট্রের পিন্সেলভেনিয়া নেভাল শিপ ইয়ার্ডে। এই পরীক্ষাটি করা হয় বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের উইনিফাইল ফিল্ড থিয়োরির উপর ভিত্তি করে।

এই থিওরি অনুযায়ী যদি এমন একটা ক্ষেত্র তৈরি করা যায় যেখান থেকে আলো বেরোতে পারবে না আর সেই ক্ষেত্রের মধ্যে আলো ঢুকতেও পারবেনা অর্থাৎ তার মধ্যে সময়কে সম্পূর্ণভাবে স্থির করে দেওয়া যাবে। এই থিওরি সত্যি হলেও এখনো পর্যন্ত কেউ এর ব্যবহারিক প্রয়োগ আবিষ্কার করে উঠতে পারেনি। আমেরিকার সেনাবাহিনী নিজেদের কিছু ছোটো ছোটো সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই পরীক্ষাটি চালায়। এই পরীক্ষাটিকে বাস্তবে রূপ দিতে তারা বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার, টেসলা কয়েল ব্যবহার করে।

মনে করা হয় ইউএসএস এলব্রিজ জাহাজটিকে সম্পূর্ণভাবে টেসলা কয়েল দিয়ে মুড়ে ফেলা হয়, এরপরে বাইরে থেকে প্রচন্ড শক্তি পরিবাহিত করা হয় যাতে চারিপাশে একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। পরীক্ষার ফলাফল সবাইকে রীতিমত চমকে দেয়। বলা হয় বাইরে থেকে প্রচন্ড শক্তি পরিবাহিত করার সাথে সাথে জাহাজটি বন্দর থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। কিছু প্রত্যক্ষদর্শীর মতে ওই সময় জাহাজটিকে নর্থক ভার্জিনিয়াতেও দেখা যায় এবং দেখা দেওয়ার সময় ছিল মাত্র 10 সেকেন্ড ।

এদিকে পরেও জাহাজটি অদৃশ্য থাকার সময় হোক ১০ সেকেন্ডের মত ছিল এই পরীক্ষার চালানোর সময় জাহাজের মধ্যে কিছু ক্রু মেম্বার ছিল। জাহাজটি আবার দেখা যাওয়ার পর লক্ষ্য করা যায় যে এর মধ্যে যে ক্রু মেম্বাররা ছিলেন তাদের মধ্যে অনেকেই নিখোঁজ আর যারা ছিলেন তারা প্রায় প্রত্যেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যে মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। এখন অনেকের মনে হতেই পারে সত্যিই কি নিকোলা টেসলা এই জাহাজকে অদৃশ্য করেছিলেন?

উত্তর হচ্ছে না কারণ এই পরীক্ষার অনেক আগেই নিকোলা টেসলা মারা গেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *