মাকড়সা তাড়াতে ভিনিগারের ব্যবহার
নিউজ ডেস্কঃ বাড়িতে মাকড়সার উৎপাত? কি করে তাড়াবেন বুঝতে পারছেন না? কারন বাজারে উপলব্ধ মাকড়সা তাড়ানোর ওষুধ ব্যবহার করা ব্যর্থ।এই ওষুধে কোন কাজই হয় না।তবে এই নিয়ে চিন্তার কিছুই নেই আপনারা ঘরোয়া উপায়ে তাড়াতে পারবেন মাকড়সা।হ্যাঁ ঠিকই শুনছেন।ঘরোয়া কিছু উপায় ব্যবহার করলেই মাকড়সা চলে যাবে।কিন্তু কি সেই ঘরোয়া উপায় এটাই ভাবছেন তো? তাহলে এবার জেনে নিন ঘর থেকে কিভাবে মাকড়সার উৎপাত কমাবেন।
মাকড়সা তাড়াতে ভিনেগারের জুটি মেলা ভার। কারণ ভিনেগারের উপস্থিত অ্যাসিটিক অ্যাসিড উপাদান যার গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না।তাই প্রথমে সাদা ভিনেগার ১ কাপ নিয়ে তার মধ্যে জল ১ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।এরপর সেই মিশ্রণটি একটি স্প্রে বোতলের মধ্যে ভরে নিন।তারপর ঘরের আনাচে কানাচে স্প্রে করুন।বিশেষ করে যেসমস্ত জায়গায় মাকড়সার উপদ্রব বেশি সেই সমস্ত জায়গায় বেশি করে স্প্রে করুন।এতে দেখবেন মাকড়সার উপদ্রব কমে গেছে।
এছাড়াও আরেকটি কার্যকরী উপাদান হল এসেন্সিয়াল অয়েল।একটি স্প্রে বোতলের মধ্যে এসেন্সিয়াল অয়েল ভরে ঘরের আনাকে-কানাচে স্প্রে করুন।বিশেষ করে যেসমস্ত জায়গায় মাকড়সার উপদ্রব বেশি সেই সমস্ত জায়গায় বেশি করে স্প্রে করুন।এতে দেখবেন মাকড়সার উপদ্রব কমে গেছে।