যে পাঁচটি ভুলের কারনে বেশী ইলেকট্রিক বিল আসছে
গরমের দাপট বাড়ছে সারা রাজ্যে। এই অবস্থায় এসি না চালালেই নয়। কিন্তু বিদ্যুৎ খরচের দিকটাও তো মাথায় রাখতে হবে! এসি চালানোর সময় কয়েকটি ভুল এড়ালে আর বাড়বে না বিলের অঙ্ক।
- অনেকেই এসি চালান। কিন্তু শুধু এসিটাই চালান। সিলিং ফ্যান অফ না করে সেটিও একসঙ্গে চালিয়ে দেওয়া উচিত। এতে ঘর দ্রুত ঠান্ডা হয়ে যায়। ফলে তাড়াতাড়ি এসি অফ করে দেওয়া যায়।
- এয়ার কন্ডিশনারের তাপমাত্রা না কমানো: এয়ার কন্ডিশনারের তাপমাত্রা না কমালে বিদ্যুতের বিল বেশিই আসবে। তাই তাপমাত্রা কমিয়ে এসি চালান। এতে কম্প্রেসরে কম চাপ পড়বে। সাশ্রয় সবে বিদ্যুৎ বিলে।
- টাইমার না দেওয়া: এসি চালানোর পর অনেকেই রিমোটটা রেখে দেন। টাইমার দিতে ভুলে যান। এর ফলে সারারাত এসি চলে বিদ্যুতের বড় বিল আসে। ১ থেকে ২ ঘন্টার টাইমার লাগালে এসি নিজে থেকেই পরে বন্ধ হয়ে যায়।
- সোলার এনার্জি ব্যবহার: এসি তো চালাচ্ছেন। কিন্তু সোলার এনার্জিতে এসি চললে উপকার আপনারই। প্রাথমিকভাবে এতে বেশ খরচ হলেও পরে অনেকটাই উপকার পাবেন। কমবে বিদ্যুতের বিল।
- সার্ভিসিং না করানো: এসি মাঝে মাঝে সার্ভিসিং করিয়ে নেওয়া জরুরি। এতে যন্ত্রটি আরও ভালো কাজ করে। বিদ্যুতও বেশি লাগে না।