অফবিট

শিব লিঙ্গ মর্তে সর্ব প্রথম কোন স্থানে করা হয়েছিল?

নিউজ ডেস্কঃ রামায়নে রাম যেমন একটি প্রধান চরিত্র ঠিক তেমনি রাবনও একটি প্রধান চরিত্র।তাই রামায়নের কাহিনী বলতে গেলে রামের কথা যেমন উঠে ঠিক তেমনি রাবণের কথাও উঠে। সীতাকে রাবন হরন করার জন্যই তাকে আমরা অধর্মী বলে মনে করে থাকি।এছাড়াও রাবন রাক্ষস হিসাবে যেহেতু জন্ম হয়েছে তাই তাকে আমরা খলনায়ক হিসাবে দেখে থাকি।কিন্তু রাবন রাক্ষস হলেও রাবন কিন্তু শিবের উপাসক ছিলেন। তাই তিনি শিবকে তার লঙ্কায় নিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু রাবন শিবকে লঙ্কায় নিয়ে যেতে পারেনি।এই ঘটনাটা প্রায় সবারই জানা তবে আপনাদের কি এটা জানেন শিব লিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠিত না হয়ে মর্তে কোথায় সবার প্রথমে স্থাপিত হয়েছিল এবং সেই স্থানটি কি নামে পরিচিত? 

রাবন রামের সাথে যুদ্ধ জয় করারা জন্যে ভগবান শিবের কঠোর সাধনা শুরু করেন৷ রাবনের সাধনায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বর প্রদান করতে চেয়েছিলেন।তখন রাবন মহাদেবকে জানান যে সে শিবলিঙ্গ নিয়ে গিয়ে লঙ্কায় তা প্রতিস্থাপন করতে চায়৷ মহাদেব তাতে রাজি হয় তবে  ভগবান শিব একটি শর্ত দেন যে এই সুদীর্ঘ পথের মাঝে কোথাও শিবলিঙ্গ নিচে নামানো চলবে না৷ কিন্তু চলতে চলতে একসময় রাবণ শৌচকর্মের জন্য তিনি এক মেষপালককে সেই শিবলিঙ্গটি ধরতে বলেন৷ বলা হয়ে থাকে যে শিবের মায়াতে সেই শিবলিঙ্গের ওজন বেড়ে যায় এবং  তার ফলে মেষপালক শিবলিঙ্গটি নিচে নামিয়ে রাখতে বাধ্য হয়।আর এই স্থানটি গোকর্ণনাথ নামে প্রসিদ্ধ৷

ভগবান শিবের এই মায়া বুঝতে পেরে রাবণ ক্ষুব্ধ হয়ে তাঁর বুড়ো আঙুল দিয়ে শিবলিঙ্গটির ওপর এমন চাপ দিলেন যে তাতে গরুর কানের মতো চিহ্ন হয়ে যায়৷ এখানে আজও প্রতি বছর গোকর্ণ মেলা হয়৷ অন্যদিকে রাবন সেই মেষপালককে উপরও ক্ষুব্ধ হয়ে তাকে মারতে উদ্যত হলে সেই কুয়োতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে৷ তারপর থেকে এখানে আজও  শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ভূতনাথের মেলা হয়৷

আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় যে একবার ভগবান শিব তিন শিং-এর একটি হরিণের রূপ ধারণ করে৷ দেবতারা বিষ্ণুর নেতৃত্বে শিবকে খুঁজতে পৃথিবীতে আসেন৷ ব্রহ্মা এবং ইন্দ্র শিবের দুটি শিং ধরে নেন৷ তখন শিব নিজের তিনটি শিং ফেলে রেখে অদৃশ্য হয়ে যান৷ এই শিং তখন লিঙ্গের আকার ধারণ করে নেয়৷ দেবতারা শিবের তিনটি লিঙ্গের একটি গোকর্ণনাথে স্থাপন করেন৷ অন্যটি শৃঙ্গেশ্বরে(ভাগলপুর, বিহার) স্থাপন করেন৷ তৃতীয়টি তাঁরা নিজেদের সহ্গে ইন্দ্রলোকে নিয়ে যান৷ ইন্দ্রলোকে রাবণ যুদ্ধে জয়লাভ করে সেই তৃতীয় শিং(লিঙ্গটি) সঙ্গে নিয়ে আসে৷ কিন্তু লঙ্কায় প্রবেশের আগে সেই গোকর্ণনাথে ভুল করে মাটিতে রাখেন৷শিব তখন সেখানেই থেকে যান৷ যা গোকর্ণনাথ নামে পরিচিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *