পৃথিবীর কোন দেশে ধর্ষকদের জন্য আলাদা গ্রামে তৈরি করা হয়েছে জানেন?
নিউজ ডেস্ক – পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম কাজ হল কোন নারী ও শিশু নির্যাতন করা। কিন্তু এই সকল নির্যাতনকারী রেপিষ্টদের অন্য নজরে দেখা হয় গোটা সমাজে। এমন একটি গ্রাম রয়েছে যেখানে এদের জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে একটি আলাদা গ্রাম। এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রয়েছে সেই গ্রাম। এখানে সবচেয়ে নিকৃষ্টতম রেপিষ্টদের বসবাস।
জানা যায় উত্তর ফ্লোরিডার পাম বিচ কাউন্টির এই গ্রামটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিচ্ছিন্ন গ্রাম হিসেবে বিবেচিত। এমনকি সেখানকার সরকার ধর্ষকদের জন্য আলাদা ভাবে তৈরি করেছে এই গ্রামটি। এমনকি স্কুল, বাস স্ট্যান্ড, চিলড্রেন পার্ক সহ শিশুদের থেকে কয়েক শো হাত দূরে থাকার নির্দেশ দিয়েছেন। ওই গ্রামের গ্রামবাসীরা জায়গাটির নাম দিয়েছিলেন মিরাকেল ভিলেজ। তবে ২০১৪ সালে সরকারি পক্ষ থেকে এই গ্রামটির নাম দেওয়া হয়েছে ‘সিটি অব রিফিউজি’। বর্তমানে গ্রামে মোট ৫৪টি বাড়িতে ২০০ মানুষ বসবাস করে। এছাড়াও প্রতিনিয়ত এই গ্রামের প্রবেশের জন্য সেখানকার হেডের কাছে প্রতিনিয়ত জমা পড়ে আবেদনপত্র। এই গ্রামের নিয়ম অনুযায়ী যে কেউ এখানে বসবাস করতে পারবে না। যে সকল অপরাধীরা শিশু নির্যাতন করেছে বা সিরিয়াল কিলার তাদের এই গ্রামে প্রবেশ করতে দেওয়া হয় না। কার্যত সেই কারণেই তিনি প্রায় কুড়িটি মতো আবেদন জমা পড়লেও সেখানে মাত্র একজন ব্যক্তিকে গ্রামে প্রবেশ অধিকার দেওয়া হয়। এই গ্রামের পথ অতিক্রম করে যেতেও ভয় পায় সাধারন মানুষ।