পৃথিবীর কোথায় ৬ মাস দিন এবং ৬ মাস রাত হয় জানেন?
নিউজ ডেস্ক – পৃথিবীর সর্বোত্র জায়গায় সূর্য উদয় ও অস্ত যায়। স্বাভাবিকভাবেই একদিনে রাত ও দিন দুটোই আসে। তবে শুধুমাত্র ব্যতিক্রম দেখা যায় নরওয়ের ক্ষেত্রে। এই শহরে বছরের ৮ মাস বরফের নিচে ঢাকা থাকে। বছরের দু’মাস এখানে সূর্য ওঠেনা। যদিও এর পেছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।
বিজ্ঞান মতে সূর্যের সঙ্গে পৃথিবীর ২৩.৫ ডিগ্রী নীতি থাকার কারণে নরওয়েতে বছরের ২ মাস সূর্যোদয় হয় না। সেই সময় কাল হল নভেম্বরের ২১ থেকে জানুয়ারি মাসের ২১ তারিখ পর্যন্ত। সেই কারণে এই সময়টাকে ডার্ক পিরিয়ড বলা হয়। এই সময় আকাশ সম্পূর্ণরূপে অন্ধকারাচ্ছন্ন থাকে না। তখন আকাশে নানা রংয়ের লাল সবুজ আলোর খেলা দেখা যায়। যেগুলোকে বলা হয় নর্দান লাইট বা অরোরা বুরিয়াল। প্রকৃতির এই লীলাখেলা একমাত্র নরওয়েতে দেখতে পাওয়ার কারণে ঠিক বছরের এই সময়টা সেখানে ভিড় জমায় বহু পর্যটকেরা।
অন্যদিকে আবার বছরের দুমাস যেমন সূর্য উদয় হয় না ঠিক সেরকম দুমাস সূর্য অস্ত যায় না। মে মাসের ২১ তারিখ থেকে জুলাই মাসের ২১ তারিখ পর্যন্ত সূর্য আকাশে বিরাজ করে। এই সময়টাকে মিডনাইট সান বলা হয়। কারণ তখন রাত দুটোর সময় আকাশে সূর্য ঝকঝক করে।
সূর্যের সঙ্গে পৃথিবীর তারতম্যের কারণে দক্ষিণ মেরুতে আমেরিকার আলাস্কা, গ্রীনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, রাশিয়ার সাইবেরিয়া, এবং দক্ষিণ মেরুতে আন্টার্টিকা মেরু অঞ্চল গুলিতে ১২ ঘন্টা সময় কালের পরিবর্তে ছয় মাস দিন ও ছয় মাস রাত থাকে। সেই কারণেই সেখানকার বাসিন্দারা দিন ও রাত অনুভব করতে পারলেও অন্যান্য দেশের মতো সেটা হয় না।