অফবিট

এশিয়ার মধ্যে একমাত্র দেশ যে দেশ কখনো কোন ইউরোপিয় দেশের গোলাম ছিল না

নিউজ ডেস্ক- পৃথিবীর কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় জানেন? থাইল্যান্ড দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত। এই দেশটির রাজধানী ও সবথেকে বড় শহর হল ব্যাংকক। এই দেশটির সরকারি নাম হলো থাই রাজ্য। থাইল্যান্ডের সরকারি ভাষা থাই ও দেশটির মোট আয়তন ৫,১৩,১২০ বর্গ কিমি। থাইল্যান্ডের মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষই থাই জাতির এবং তারা থের বাদী বৌদ্ধ ধর্মের অনুসারী।

থাইল্যান্ড দেশের অদ্ভুত কিছু মজাদার অজানা তথ্য হল-

* থাইল্যান্ড বিশ্বের একটি মাত্র জায়গা যেখানে পৃথিবীর সবথেকে ছোট ও সব থেকে বড় দেখতে পাওয়া যায়।

* এই দেশটিতে বিনা আন্ডারগার্মেন্টস পড়ে বাইরে বেরোনোর দণ্ডনীয় অপরাধ। এবং যদি কেউ এই অপরাধটি করে তাহলে তার জেল ও হতে পারে।

* থাইল্যান্ড এশিয়ার মধ্যে একমাত্র দেশ যে দেশ কখনো কোন ইউরোপিয় দেশের গোলাম ছিল না। যার জন্য এই দেশ দ্যা ল্যান্ড অফ ফ্রী নামে পরিচিত।

* এই দেশের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী এবং এই দেশটিতে বৌদ্ধ দেবের সব থেকে বড় স্বর্ণমূর্তি রয়েছে। এই মূর্তিটি থাইল্যান্ডের wat traimit মন্দিরে। এছাড়া এই দেশে অসংখ্য বৌদ্ধ মন্দির রয়েছে।

* থাইল্যান্ডের নিয়ম অনুযায়ী এখানে প্রতিটি বালকের সন্ন্যাসী হতে হয়। এবং এই দেশে আপনি কারো মাথায় হাত দিতে পারবেন না।

* থাইল্যান্ড এমন কিছু বাজার রয়েছে যা রেল লাইনের উপরে হয়। এবং লাইনের ওপর দিয়ে ট্রেন আসার সময় দোকান গুলি গুটিয়ে নেওয়া হয়। এছাড়াও এই দেশে ভাসমান বাজার রয়েছে যার বেচাকেনা নৌকার ওপর   হয়।

* থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যার পুরো নাম সাধারণ মানুষ উচ্চারণ করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। এই শহরটির পুরো নাম krungthepmahanakhon amonrattanakosin mahintharayutthaya mahadilokphop noppharatratchathaniburirom udomratchaniwetmahasathan amonphimanawatansathit sakkathattiyawitsanukamprasit (ক্রুংথেপমহানাখোন আমনরত্তনাকোসিন মহিন্তরযুথয়া মহাদিলোকফপ নপফরাত্রাত্চাথানিবুরিরম উদোমরত্চানিওয়েতমহাসাথন আমনফিমানওয়াতানসাথিত সাক্কাথাত্তিয়াউইতসানুকামপ্রাসিত) ।   

* থাইল্যন্ডে আপনি সাদা হাতি দেখতে পাবেন। এই দেশে অসংখ্য সাদা হাতি থাকায় এই দেশকে সাদা হাতির দেশ বলা হয়।

* থাইল্যান্ডের ভুতের ঘরসহ অদ্ভুত মেডিকেল জাদুঘর ও দেখা যায় যা অন্য সকল দেশের জাদুঘর থেকে অনেক ভিন্ন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত সিরাজ মেডিকেল হল এর একটি দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *